প্রকাশিত হল ভবানী ভবনে সফটওয়্যার ডেভেলপমেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি। দুটি পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।
সফটওয়্যার ডেভেলপমেন্ট (PHP) :
শূন্যপদ সংখ্যা - ২
শিক্ষাগত যোগ্যতা -
MCA-তে ফার্স্ট ক্লাস।
বা
আই টি/কম্পিউটার সায়েন্সে M.SC। তাতে ফার্স্ট ক্লাস থাকতে হবে।
বা
কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস-সহ BE/B.Tech করতে হবে। পাশাপাশি সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন ও ইমপ্লিমেন্টেশন সাপোর্টের দক্ষতা থাকতে হবে।
একইসঙ্গে PHP, NodeJS, Mongo DB ও postGreSQL-তে অভিজ্ঞতা থাকা কাম্য।
আরও পড়ুন : West Bengal Police staff officer cum instructor: প্রকাশিত অ্যাডমিট কার্ড, দেখে নিন ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক
সফটওয়্যার ডেভেলপমেন্ট (NET) :
শূন্যপদ সংখ্যা - ১।
শিক্ষাগত যোগ্যতা -
MCA-তে ফার্স্ট ক্লাস।
বা
আই টি/কম্পিউটার সায়েন্সে M.SC। তাতে ফার্স্ট ক্লাস থাকতে হবে।
বা
কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস-সহ BE/B.Tech করতে হবে। পাশাপাশি সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন ও ইমপ্লিমেন্টেশন সাপোর্টের দক্ষতা থাকতে হবে।
একইসঙ্গে ASP.NET, MVC, Entity Framework, jQuery, Rest-API MSSQL অভিজ্ঞতা থাকা কাম্য।
আরও পড়ুন : West Bengal Government Jobs: একাধিক পদে চলছে নিয়োগ, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক
আবেদন প্রক্রিয়া :
১) www.banglarmukh.gov.in ও http://wbpolice.gov.in/-তে যান।
২) নির্দিষ্ট ফরম্যাটে Resume ফিলআপ করে তা igsbwbpccc@gmail.com-তে মেল পাঠাতে হবে।