বাংলা নিউজ > কর্মখালি > ঘরেফেরা IT কর্মীদের চাকরি দিতে নতুন পোর্টাল খুলল পশ্চিমবঙ্গ সরকার

ঘরেফেরা IT কর্মীদের চাকরি দিতে নতুন পোর্টাল খুলল পশ্চিমবঙ্গ সরকার

ভিনরাজ্য থেকে ফেরা আইটি কর্মীদের চাকরি দিতে নতুন ওয়েব পোর্টাল খুলল পশ্চিমবঙ্গ সরকার।

নতুন ওয়েব পোর্টাল karmabhumi.nltr.org চালু করল পশ্চিমবঙ্গ সরকার।

করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে রাজ্যের বাইরে থাকা যে সমস্ত তথ্য প্রযুক্তি (আইটি) কর্মী বাড়ি ফিরে এসেছেন, তাঁদের চাকরি দেওয়ার জন্য নতুন ওয়েব পোর্টাল karmabhumi.nltr.org চালু করল পশ্চিমবঙ্গ সরকার। 

নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই পোর্টাল সম্পর্কে তথ্য জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের সবাইকে তিনি এই পোর্টালটি দেখার অনুরোধ করেছেন।

Covid-19 এর সংক্রমণের জেরে লকডাউনে হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী, পেশাদার চাকরি খুইয়ে, সংকটকালে পরিবারের সঙ্গে থাকতে বাড়ি ফিরে এসেছেন।

উত্তরবঙ্গ এবং বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বহু পেশা হারানো মানুষ লকডাউনের মধ্যে ফিরে এসেছেন। এঁদের স্বস্তি দিতেই কর্মভূমি পোর্টাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বন্ধ করুন