বাংলা নিউজ > কর্মখালি > West Bengal govt jobs: মাধ্যমিক পাশে স্বাস্থ্য বিভাগে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই

West Bengal govt jobs: মাধ্যমিক পাশে স্বাস্থ্য বিভাগে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই

মাধ্যমিক পাশে স্বাস্থ্য বিভাগে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

দেখে নিন বিস্তারিত।

দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। উচ্চশিক্ষিত হয়েও উপযুক্ত চাকরি মিলছে না। এই অবস্থায় মাধ্যমিক পাশের যোগ্যতায় চাকরির সুযোগ এনে দিল নদিয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিভাগ। 

বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মোট ন’জনকে ফ্লেবটোমিস্ট (Phlebotomist) পদে নিয়োগ করা হবে। আগামী বছরের মার্চ পর্যন্ত চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে।

পদের নাম :

ফ্লেবটোমিস্ট (সেফ হোম)

শূন্যপদ: ৯টি

আবেদনের শর্ত :

১. ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই পদে আবেদন করা যাবে। 

২. ফ্লেবটোমিস্ট কোর্স পাশ করতে হবে অথবা ন্যূনতম দু'বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

১ জানুয়ারি, ২০২০ তারিখের মধ্যে সর্বোচ্চসীমা ৪০ বছর। তাঁরাই এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন:

প্রতি মাসে বেতন ৫,০০০ টাকা।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া:

ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ:

আগামী ২৪ নভেম্বর সকাল ৯ টা ৩০ মিনিট থেকে শুরু হবে ইন্টারভিউ।

ইন্টারভিউয়ের স্থান :

অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার, নদিয়া, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ৫, ডিএল রায় রোড, পোস্ট অফিস: কৃষ্ণনগর, জেলা: নদিয়া, পিন কোড: ৭৪১১০১।

বন্ধ করুন