অবিলম্বে যাবতীয় শূন্যপদ পূরণ করতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যত শূন্যপদ আছে, তা দ্রুত পূরণের জন্য এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেছেন, ‘(শূন্যপদ) ফেলে রাখা যাবে না।’
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে কিছুটা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করেন ডিজি মনোজ মালব্য। তিনি জানান, ২০১১ সালের ১৯ টি পুলিশ জেলা ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে পুলিশ জেলার সংখ্যা। সেইমতো মহকুমার সংখ্যা বেড়েছে। বেড়েছে থানার সংখ্যা। ভারতের হাতেগোনা কয়েকটি রাজ্যের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, যে রাজ্যের প্রতিটি জেলায় মহিলা থানা এবং অপরাধমূলক বিষয়ের জন্য থানা আছে বলে দাবি করেন তিনি
রাজ্য পুলিশের ডিজিকে মাঝপথেই থামিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, পুলিশে যে শূন্যপদ আছে, সেগুলি পূরণ হচ্ছে কিনা? প্রত্যুত্তরে ডিজি জানান, অনেক শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের চেষ্টা করা হচ্ছে। তারপরই রাজ্য পুলিশের ডিজিকে মমতা নির্দেশ দেন, ‘ওগুলো চটপট পূরণ করতে বল। যাঁরা বসে আছেন, তাঁরা করতেই চান না।’
তবে রাজ্য পুলিশে নয়, পিএসসিতেও দ্রুত নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবারই দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের আর্জি জানিয়ে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। সেই পরিস্থিতিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে মমতা বলেন, 'পিএসসিকেও বলে দিত বল। আমরা যে নিয়োগ করতে বলেছি, সেগুলো তাড়াতাড়ি করুক। হেলথ রিক্রুটমেন্টে বোর্ড (শূন্যপদ) থাকলে (পূরণ) করতে বল। আমার তো ডাক্তার, নার্স, অফিসার চাই। (শূন্যপদ) ফেলে রাখা যাবে না।' পরে পিএসসির উপর ক্ষোভপ্রকাশ করে মমতা বলেন, ‘আমি কর্মসংস্থানের অনুমতি দিয়েছি, ওঁরা বসে আছেন।’