বাংলা নিউজ > কর্মখালি > West Bengal jobs: ‘ওরা বসে আছে’, রাজ্য পুলিশ, PSC ও স্বাস্থ্যে দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ মমতার

West Bengal jobs: ‘ওরা বসে আছে’, রাজ্য পুলিশ, PSC ও স্বাস্থ্যে দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেছেন, ‘(শূন্যপদ) ফেলে রাখা যাবে না।’

অবিলম্বে যাবতীয় শূন্যপদ পূরণ করতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যত শূন্যপদ আছে, তা দ্রুত পূরণের জন্য এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলেছেন, ‘(শূন্যপদ) ফেলে রাখা যাবে না।’

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে কিছুটা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করেন ডিজি মনোজ মালব্য। তিনি জানান, ২০১১ সালের ১৯ টি পুলিশ জেলা ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে পুলিশ জেলার সংখ্যা। সেইমতো মহকুমার সংখ্যা বেড়েছে। বেড়েছে থানার সংখ্যা। ভারতের হাতেগোনা কয়েকটি রাজ্যের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, যে রাজ্যের প্রতিটি জেলায় মহিলা থানা এবং অপরাধমূলক বিষয়ের জন্য থানা আছে বলে দাবি করেন তিনি

রাজ্য পুলিশের ডিজিকে মাঝপথেই থামিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, পুলিশে যে শূন্যপদ আছে, সেগুলি পূরণ হচ্ছে কিনা? প্রত্যুত্তরে ডিজি জানান, অনেক শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের চেষ্টা করা হচ্ছে। তারপরই রাজ্য পুলিশের ডিজিকে মমতা নির্দেশ দেন, ‘ওগুলো চটপট পূরণ করতে বল। যাঁরা বসে আছেন, তাঁরা করতেই চান না।’

তবে রাজ্য পুলিশে নয়, পিএসসিতেও দ্রুত নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবারই দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের আর্জি জানিয়ে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। সেই পরিস্থিতিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে মমতা বলেন, 'পিএসসিকেও বলে দিত বল। আমরা যে নিয়োগ করতে বলেছি, সেগুলো তাড়াতাড়ি করুক। হেলথ রিক্রুটমেন্টে বোর্ড (শূন্যপদ) থাকলে (পূরণ) করতে বল। আমার তো ডাক্তার, নার্স, অফিসার চাই। (শূন্যপদ) ফেলে রাখা যাবে না।' পরে পিএসসির উপর ক্ষোভপ্রকাশ করে মমতা বলেন, ‘আমি কর্মসংস্থানের অনুমতি দিয়েছি, ওঁরা বসে আছেন।’

কর্মখালি খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.