বাংলা নিউজ > কর্মখালি > West Bengal jobs- একাধিক পদে নিয়োগ করবে হুগলি CMOH, আবেদন জানান ৮ মার্চের মধ্যে

West Bengal jobs- একাধিক পদে নিয়োগ করবে হুগলি CMOH, আবেদন জানান ৮ মার্চের মধ্যে

পশ্চিমবঙ্গের যে কোনও জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

এসটিএস-এর ৪টি আসন খালি রয়েছে। টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটারের শূন্য আসন সংখ্যা ৩টি। আবার জেলা পিপিএম কোর্ডিনেটার, ল্যাব টেকনিশিয়ান ও প্রোগ্রাম কোর্ডিনেটারের জন্য যথাক্রমে ১, ৫ ও ১টি আসন খালি রয়েছে।

ল্যাব টেকনিশিয়ান, এসটিএস-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হুগলি সিএমওএইচ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

পদের নাম- এসটিএস, টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটার, জেলা পিপিএম কোর্ডিনেটার, ল্যাব টেকনিশিয়ান, প্রোগ্রাম কোর্ডিনেটার। 

বিভাগ- স্বাস্থ্য বিভাগ

শূন্য আসন সংখ্যা- ১৪

উল্লেখ্য, এসটিএস-এর ৪টি আসন খালি রয়েছে। টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটারের শূন্য আসন সংখ্যা ৩টি। আবার জেলা পিপিএম কোর্ডিনেটার, ল্যাব টেকনিশিয়ান ও প্রোগ্রাম কোর্ডিনেটারের জন্য যথাক্রমে ১, ৫ ও ১টি আসন খালি রয়েছে। 

যোগ্যতা- ডিগ্রি, ডিএমএলটি, পিজি/ডিপ্লোমা।

০১/০১/২০২১ তারিখের মধ্যে এসটিএস ও জেলা পিপিএম কোর্ডিনেটারের পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। আবার টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটার, ল্যাব টেকনিশিয়ান, প্রোগ্রাম কোর্ডিনেটারের পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২২-৬২ বছর।

ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে আবেদনের ফিস জমা দিতে হবে। এ ক্ষেত্রে অসংরক্ষিত জেনারেল আবেদনকারীদের ১০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতির আবেদনকারীদের ৫০টা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে।

বেতন:

এসটিএস- ২৫ হাজার

টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটার- ১৮ হাজার

জেলা পিপিএম কোর্ডিনেটার- ২৬ হাজার

ল্যাব টেকনিশিয়ান- ২২ হাজার

প্রোগ্রাম কোর্ডিনেটারের- ৩২ হাজার

আবেদন শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন ৪ মার্চ ২০২১ এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৮ মার্চ ২০২১।

কী ভাবে আবেদন জানাবেন:

  • প্রথমে অনলাইন আবেদন জানাতে হবে। তার পর অফলাইনে।
  • আবেদন জানানোর পূর্বে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নেবেন।
  • এর পর অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে পদ নির্বাচন করুন ও রেজিস্ট্রেশন করুন। 
  • অনলাইনে আবেদনের কপির একটি প্রিন্ট নিয়ে নেবেন।
  • এর পর নিম্নলিখিত ঠিকানায় জরুরি নথি ও ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফ্ট-সহ আবেদনপত্রটি পাঠিয়ে দিন।

ঠিকানা- Office of the Chief Medical Officer of Health. Hooghly. DRS Building Campus. BesideChinsurah Court Auto Rikshaw Stand. Chinsurah. Hooghly Pin-712101.

বন্ধ করুন