বাংলা নিউজ > কর্মখালি > হবে না টেস্ট, সরাসরি ২০২১-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বসবেন পরীক্ষার্থীরা: মমতা

হবে না টেস্ট, সরাসরি ২০২১-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বসবেন পরীক্ষার্থীরা: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টের আয়োজন করবে না।

আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে না টেস্ট। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আপনারা জানেন যে অতিমারি পরিস্থিতির জন্য পরীক্ষা নেওয়া যাচ্ছে না। তাই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টের আয়োজন করবে না। বিনা টেস্টেই মূল পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা।’

অতিমারি পরিস্থিতির জেরে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের সবকটি পরীক্ষা হতে পারেনি। মাধ্যমিকের সব পরীক্ষা নেওয়া গেলেও ফল প্রকাশ করতে বেশ কয়েকমাস গড়িয়ে যায়। আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত পরীক্ষার্থীরা। একে করোনার জেরে বন্ধ স্কুল। ফলে লাটে উঠেছে পঠনপাঠন। তার ওপর আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন। তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত জানানো হয়েছে পরীক্ষা হবে নির্দিষ্ট সময়েই।

 

বন্ধ করুন