West Bengal Police Recruitment: হাজার হাজার নিয়োগ হবে পুলিশে, শীঘ্রই বিজ্ঞপ্তি, পুজোর আগেই খুশির খবর Updated: 26 Sep 2024, 09:19 PM IST Satyen Pal Share শীঘ্রই রাজ্যে পুলিশ নিয়োগের নোটিশ প্রকাশ করা হবে। পুজোর আগেই বিরাট খুশির খবর। 1/5চাকরির বাজার এমনিতেই মন্দা। তবে তার মধ্যেই এবার রাজ্য পুলিশে নতুন নিয়োগ নিয়ে আশার কথা রাজ্যে। পুজোর আগেই এল বিরাট সুখবর। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ১২ হাজার পদে নিয়োগ করা হবে। 2/5সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তবে এই নিয়োগ নিয়ে কিছু মামলা চলছে। সেই নিয়োগ সংক্রান্ত কিছু জট কেটে গেলে তবেই নিয়োগের কাজ শুরু হবে বলে খবর। তবে মোটের উপর বেশ খুশির খবর। 3/5সূত্রের খবর রাজ্যে একাধিক থানা তৈরি করা হয়েছে। সেই সব থানার জন্য অতিরিক্ত পুলিশকর্মীর প্রয়োজন হবে। আর সেই পুলিশকর্মী নিয়োগ করা হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 4/5মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই পুলিশমন্ত্রী।তাঁর দফতরেই এবার বড় নিয়োগ। তবে কিছু আইনি জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটিয়ে উঠতে পারলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যাবে। সোমবার এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপর আবেদন করা যাবে। সেই আবেদনের ভিত্তিতে পরবর্তী ধাপগুলি পূরণ করে নিয়োগ হবে। তবে পুজোর আগে পুলিশে হাজার হাজার নিয়োগের খবরে অনেকের মনেই খুশির হাওয়া। 5/5একে তো বাংলায় চাকরির বাজার মোটেই সুখকর নয়। অন্যদিকে অনেকেরই ইউনিফর্ম পরার স্বপ্ন থাকে। সেক্ষেত্রে পুলিশে চাকরির এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই। (ANI Photo) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি