স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। আবেদনকারী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন : West Bengal Municipality Jobs: পুরনিগমে চাকরি, দেখুন যাবতীয় তথ্য
আগামী ২৯ মার্চ বেলা ১২ টা থেকে দুপুর থেকে দেড়টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রিলিমিনারি পরীক্ষা হবে।পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। নাহলে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
আরও পড়ুন : West Bengal Government Jobs: একাধিক পদে চলছে নিয়োগ, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক
অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া :
১) পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) হোম পেজে 'Recruitment' ট্যাবে ক্লিক করুন।
৩) তারপর 'Get details for the recruitment to thepost of Staff Officer-cum-Instructor in Civil Defence Organisation, West Bengal2019' লিঙ্কে ক্লিক করুন।
৪) নতুন একটি পেজ খুলে যাবে।
৫) অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে ক্লিক করুন। স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে।
৬) অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে 'Submit' করুন।
৭) স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ড দেখাবে। ভবিষ্যতের জন্য তা প্রিন্ট আউট করে রেখে দিন।