প্রকাশিত হল ২০১৯ সালের পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পরীক্ষার ফল। পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েসাইটে গিয়ে ফল দেখতে পাবেন।
আরও পড়ুন : SSC Phase 8 Selection Post 2020: শুরু আবেদন প্রক্রিয়া, দেখুন যাবতীয় তথ্য
ফলাফল দেখার প্রক্রিয়া :
১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েসাইটে যান।
২) ‘Recruitment’ ট্যাবে ক্লিক করুন।
৩) 'Recruitment to the Post of Sub-Inspector(UB) and Sub-Inspector(AB) in West Bengal Police, 2019'-এর পাশে ‘Get Details’ আছে। তাতে ক্লিক করুন।
৪) নতুন একটি পেজে খুলে যাবে। সেখানে 'Result of Preliminary Written Examination'-এর পাশে ‘Get Details’-এ ক্লিক করুন।
৫) নতুন পেজে আপনার জেলা, অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিন।
৬) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
৭) রেজাল্ট ডাউনলোড করে সেভ করে রাখুন।
আরও পড়ুন : West Bengal Government Jobs: লাইব্রেরিয়ান পদে নিয়োগ করছে PSC
যে প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের শারীরিক ও মেডিক্যাল টেস্ট দিতে হবে। আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে সেই পরীক্ষা। শীঘ্রই সেই অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে।