সিইউইটি পরীক্ষার আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে আলোচনা হয়েছে দেশ জুড়ে। তবে ইউজিসি চেয়ার পার্সন জগদেশ কুমার জানিয়েছেন, যে প্রযুক্তিগত সমস্যা পরীক্ষায় ছিল তা একটি 'শিক্ষা'। এটি কোনও নিয়মিত ঘটনা নয়। তিনি এও জানান যে আগামী দিনে সিইউইটির পরীক্ষায় যাতে এই ঘটনা না ঘটে তা লক্ষ্য রাখা হবে।
ইউজিসির প্রধান এম জগদেশ কুমার জানিয়েছেন, গত কয়েকদিনে সিইউইটির পরীক্ষায় যে কমতিগুলি নজরে আসে, তা কাটিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে। তবে সিইউইটির গণ্ডগোলের প্রভাব নিট ও জেইই একত্রিত করে সংঘবদ্ধ একটি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে পড়বে না। তিনি ফের একবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউজিসি এমন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে কারণ তারা চায় না যে দেশের পড়ুয়াদের ওপর একাধিক পরীক্ষার বোঝ বাড়ুক। মেডিক্যাল প্রবেশিকা ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা আলাদা হলে সেই বোঝের পরিমাণ বাড়তে থাকে। এই বক্তব্য ইউজিসির। তাই ইউজিসি চাইছে সিইউইটি পরীক্ষার আওতায় সংঘবদ্ধভাবে এই একটি পরীক্ষা আয়োজন করা হোক। কানাডা, অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান? জানেন কেন দেশগুলি প্রচুর ভিসা বাতিল করছে!
জগদেশ কুমারকে প্রশ্ন করা হয় যে কবে নিট ও জেইই একসঙ্গে একটিই পরীক্ষা হিসাবে উঠে আসতে পারে? তিনি সাফ জানান যে, কীভাবে পরীক্ষার আয়োজন হবে তার প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে কথা বার্তা চলছে। একটি বিশেষজ্ঞ সমিতির গঠন করা হবে। এই কমিটি ভারত ও বিদেশের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাকে নজরে রেখে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। তারপর শুরু হবে প্রস্তুতি। প্রসঙ্গ, সিইউইটি ইউজির প্রথম পরীক্ষা জুলাইতে শুরু হয়। সেই সময় কিছু প্রযুক্তিগত সমস্যা সামনে আসে। আর তার হাত ধরেই এই পরিস্থিতি তৈরি হয়।