কেট হাওয়েলস নামের ওই মহিলা প্রায় দশ বছর ধরে Goog... more
কেট হাওয়েলস নামের ওই মহিলা প্রায় দশ বছর ধরে Google-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কিন্তু কীভাবে এক লহমাতেই তাঁর চাকরিটা চলে গেল, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। লিঙ্কডইন-এ নিজের সেই করুণ অনুভূতির কথাই জানিয়েছেন তিনি।
1/5গুগলের সাম্প্রতিক গণছাঁটাইয়ে বহু কর্মী চাকরি হারিয়েছেন। চলতি মাসের শুরুতেই এই ছাঁটাই পরিকল্পনার বিষয়ে জানান সংস্থার সিইও সুন্দর পিচাই। এর পর থেকে বহু কর্মীই তাঁদের হঠাত্ চাকরি হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমন অনেকেই আছেন, যাঁরা সংস্থায় ২০ বছরেরও বেশি সময় দিয়েছেন। কিন্তু তাঁদেরও চাকরি খালি একটি ইমেলেই নাকচ হয়ে যায়। ফাইল ছবি: এএফপি (LinkedIn)
2/5এবার ছাঁটাইয়ের তালিকায় উঠে আসা আরও এক গুগল কর্মীর বিষয়ে জানা গেল। সদ্য মা হয়েছেন ওই মহিলা কর্মী। আর তার ঠিক পরপরই চাকরি হারিয়েছেন তিনি। গত ১৯ জানুয়ারি তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তিনি জানান, সেই খুশির মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবর আসে তাঁর কাছে। ফাইল ছবি: লিঙ্কডইন (LinkedIn)
3/5কেট হাওয়েলস নামের ওই মহিলা প্রায় দশ বছর ধরে Google-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কিন্তু কীভাবে এক লহমাতেই তাঁর চাকরিটা চলে গেল, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। লিঙ্কডইন-এ নিজের সেই করুণ অনুভূতির কথাই জানিয়েছেন তিনি। ফাইল ছবি: লিঙ্কডইন (LinkedIn)
4/5মার্কিন মুলুকে হাসপাতালের খরচ আকাশছোঁয়া। তার উপর নিউ ইয়র্কের মতো স্থানে থাকেন। যেখানে জীবনযাত্রার খরচ অভাবনীয়। আপাতত ফিনিক্স, অ্যারিজোনাতে সপরিবার চলে যাবেন বলে জানিয়েছেন কেট। শীঘ্রই নতুন চাকরি খুঁজে পাবেন বলে আশাবাদী তিনি। ফাইল ছবি: লিঙ্কডইন (LinkedIn)
5/5গুগলের প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। সম্প্রতি এক সন্তানসম্ভবা মহিলা জানান, গুগল থেকে বরখাস্ত হয়েছেন তিনিও। ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে কেন এভাবে ছাঁটাই করা হল, সেই প্রশ্নই তুলেছেন তিনি। ফাইল ছবি: রয়টার্স (LinkedIn)