বাংলা নিউজ > কর্মখালি > ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আশা করবেন না! চাকরির অ্যাডে বলে দিল Zomato

ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আশা করবেন না! চাকরির অ্যাডে বলে দিল Zomato

'চিফ অফ স্টাফ টু CEO'-র উচ্চপদে নিয়োগ করবে Zomato। মজার বিষয় হল, 'কোনও ওয়ার্ক-লাইভ ব্যালেন্সের আশা' করা যাবে না বলে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রায় ২৪ ঘণ্টাই কাজের মোডে থাকতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তিতেই সেই বিষয়ে উল্লেখ করে দিয়েছে জোমাটো।
  • নভেম্বরেই ছাঁটাই হয়েছিল: প্রায় ৩% কর্মীকে ছাঁটাই করছে Zomato