২০০৭-এর উদ্বোধনী টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ১৭ বছর পরে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ট্রফি হাতে তোলে টিম ইন্ডিয়া।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ঠিক যেভাবে জয় তুলে নেয় ভারত, এবার ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালেও দেখা যায় ঠিক তেমনই ছবি। অর্থাৎ, দু'টি ফাইনালের মধ্যে মিল বিস্তর। দু-একটি নয়, বরং ২০০৭ ও ২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালের মধ্য অন্তত ১০টি মিল সামনে এল এক্ষেত্রে। দেখে নিন সেই চমকপ্রদ তালিকা।
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনাল ও ২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালের মধ্যে ১০টি মিল
১. ওপেনারের সব থেকে বেশি রান:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করেন ওপেনার গৌতম গম্ভীর।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করেন ওপেনার বিরাট কোহলি।
২. ছয় নম্বর ব্যাটারের ১৬ বলের ক্যামিও:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ১৬ বলে ৩০ রান করেন।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে শিবম দুবে ১৬ বলে ২৭ রান করেন।
৩. ত্রয়োদশ ওভারের শেষে সমান স্কোর:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৩ ওভার শেষে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৯৮ রান।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৩ ওভার শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৯৮ রান।
৪. বাঁ-হাতি ব্যাটারের সর্বোচ্চ পার্টনারশিপে ৪৭ রানের অবদান:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের সব থেকে বড় পার্টনারশিপে বাঁ-হাতি ব্যাটার গৌতম গম্ভীরের অবদান ছিল ৪৭ রানের।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের সব থেকে বড় পার্টনারশিপে বাঁ-হাতি ব্যাটার অক্ষর প্যাটেল অবদান রাখেন ৪৭ রানের।
৫. অর্ধেক ইনিংস শেষে পিছিয়ে ছিল ভারত:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে উভয় দলের ১০ ওভারের রান পাশাপাশি রাখলে পিছিয়ে ছিল ভারত।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও উভয় দলের ১০ ওভারের রান পাশাপাশি রাখলে পিছিয়ে ছিল ভারত।
৬. সব থেকে খরুচে ওভার স্পিনারের:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে একজন স্পিনার (হরভজন সিং) এক ওভারে সব থেকে বেশি রান (১৯) খরচ করেন।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে একজন স্পিনার (অক্ষর প্যাটেল) এক ওভারে সব থেকে বেশি রান (২৪) খরচ করেন।
৭. উইকেটকিপার ও ব্যাটারকে আউট করেন বাঁ-হাতি পেসার:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানের ক্যাপ্টেন শোয়েব মালিক ও উইকেটকিপার কামরান আকমলকে আউট করেন বাঁ-হাতি পেসার। শোয়েব আউট হন ইরফানের বলে। আকমলকে ফেরান আরপি সিং।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্করাম ও উইকেটকিপার কুইন্টন ডি'কককে আউট করেন বাঁ-হাতি পেসার। দু'জনেই সাজঘরে ফেরেন আর্শদীপ সিংয়ের বলে।
৮. কম অভিজ্ঞ বোলারের ২ উইকেট ও ১২টি ডট বল:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের সব থেকে কম অভিজ্ঞ বোলার যোগিন্দর শর্মা ২টি উইকেট নেন এবং ১২টি ডট বল করেন।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের সব থেকে কম অভিজ্ঞ বোলার আর্শদীপ সিং ২টি উইকেট নেন এবং ১২টি ডট বল করেন।
৯. সম সংখ্যক ছক্কা হজম:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের বোলাররা সব মিলিয়ে ৮টি ছক্কা হজম করেন।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও ভারতের বোলাররা সব মিলিয়ে ৮টি ছক্কা হজম করেন।
১০. শেষ ৫ ওভারে ৪ উইকেট:-
২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ৫ ওভারে ভারত ৪টি উইকেট তুলে নেয়।
২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালেও শেষ ৫ ওভারে ভারত ৪টি উইকেট তুলে নেয়।