টিম ইন্ডিয়া ৫ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠলেও, দলের উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন মেগা টুর্নামেন্টের তাঁদের প্রস্তুতিতে আস্থা প্রকাশ করেছে।
স্যামসন তাঁর ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী। তবে তিনি স্বীকার করেছেন যে, এই টুর্নামেন্টটি তাঁর দক্ষতার পরীক্ষা হবে। বিসিসিআই-এর পোস্ট করা একটি সাক্ষাৎকারে স্যামসন বলেছেন যে, ‘এই বিশ্বকাপে সবচেয়ে প্রস্তুত বা অভিজ্ঞ সঞ্জু স্যামসন অংশ নিচ্ছে। ১০ বছরে অনেক অনেক ব্যর্থতা এসেছে। খুব কমই সাফল্য পেয়েছি। জীবন এবং ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে যেটা শেখা দরকার ছিল।’
আরও পড়ুন: ভারত কি এখনও T20 World Cup-এর জন্য প্রস্তুত নয়? ভারতের প্রাক্তনী তুলে দিলেন বড় প্রশ্ন
রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর সেরা ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর ধারাবাহিক রান দলকে প্লে অফে তুলতে সাহায্য করেছে। তিনি ১৫ ইনিংসে ১৫৩.৪৭ স্ট্রাইক রেটে ৫৩১ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপের তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছেন সঞ্জু।
আরও পড়ুন: এই শর্ত না মানলে কোহলিকে একাদশে রেখো না... কড়া দাওয়াইয়ের পরামর্শ CSK প্রাক্তনীর
স্যামসন স্বীকার করেছেন যে, আইপিএলের তীব্র চাপের মধ্যে, তিনি আসন্ন বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে চিন্তাভাবনা করতে পারেননি। তাঁর দাবি, ‘আইপিএল তখন আমার সবটা জায়গা কভার করে রেখেছিল। অনেক কিছু করার ছিল, অনেক কিছু ভাবার ছিল। দলের অধিনায়ক হয়েও আমার মনটা সব সময়ে আইপিএলের ম্যাচেই আটকে থাকত। তবে আমার মনের কোণে কোথাও কারণ বিশ্বকাপে নির্বাচনের বিষয়টিও ছিল, এটি একটি বিশাল ব্যাপার।’
আরও পড়ুন: ধোনির স্টাইলেই ক্রিকেটকে আলবিদা, T20 WC-এর মাঝেই অবসর কেদার যাদবের
তার সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্সের উপর প্রতিফলন করে, স্যামসন স্বীকার করেছেন যে, প্রতিটি বলে তাঁর আক্রমণাত্মক মানসিকতাই বিশ্বকাপ দলে তাঁকে জায়গা পেতে সাহায্য করেছে। তিনি সতর্ক ছিলেন এবং সম্ভাব্য নির্বাচন সংক্রান্ত সমস্যাগুলির বিষয়েও সচেতন ছিলেন। সঞ্জু বলেছেন, ‘আইপিএলে যুক্তিসঙ্গত ভাবে আমার একটি ভালো মরশুম ছিল। এবং এর জন্য আমার সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু একই সঙ্গে আমি জানি যে, এটা কতটা কঠিন চ্যালেঞ্জ। দলে সুযোগ পাওয়াটা নির্ভর করে, দল কী চায়, এবং নির্বাচক ও ম্যানেজমেন্ট কী সমন্বয় খুঁজছে, তার উপর।’
এদিকে ফর্মে থাকা ঋষভ পন্তও দলে থাকায়, সঞ্জু স্যামসন টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে আদৌ সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রস্তুতি ম্যাচে কিন্তু রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে সঞ্জু হতাশই করেছেন।