মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে ভেঙে গেল ভারতের তারকা ক্রিকেটার যশস্বী জসওয়ালের গড়া এক রেকর্ড। মুম্বইয়ের মাত্র ১৭ বছর বয়সী ক্রিকেটারই ভেঙে দিলেন সেই রেকর্ড। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শুধু নয়, বিশ্বক্রিকেটেরও রেকর্ড গড়লেন মুম্বইয়ের ব্যাটার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুর্দান্ত ইনিংস তিনি খেললেন।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
লিস্ট এ-তে বিরল রেকর্ড আয়ুষ মাত্রের-
বিজয় হাজারে ট্রফিতে মঙ্গলবার ম্যাচ ছিল মুম্বইয়ের সঙ্গে নাগাল্যান্ডের। সেই ম্যাচেই মুম্বইয়ের জার্সিতে গ্রুপ সির খেলায় মাঠে নেমেছিলেন ১৭ বছরের ছেলে আয়ুষ মাত্রে। মাত্র ১৭ বছর ১৬৮ দিন বয়সে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ১৫০+ রান এক ম্যাচে করার নজির গড়লেন তিনি, ভাঙলেন মুম্বইয়ের আরেক তারকার রেকর্ড।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
আগে রেকর্ড ছিল যশস্বীর-
এর আগে ভারতীয় দলের বর্তমান ওপেনার যশস্বী জসওয়ালের এই রেকর্ড ছিল। যসস্বীও মুম্বইয়ের হয়েই গড়েছিলেন এমন রেকর্ড। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে তিনি এই রেকর্ড গড়েছিলেন। তবে তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। অর্থাৎ তাঁর থেকে ১২৩দিন কম বয়সেই এই রেকর্ড গড়ে ফেললেন আয়ুষ।
নাগাল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস-
নাগাল্যান্ডের বোলিং অবশ্য মোটেই তেমন শক্তিশালী নয়, তা বলাই বাহুল্য। মাত্রের দুরন্ত ইনিংসের সৌজন্যে মুম্বই তোলে ৪০৪ রান। ওপেনিংয় জুটিতে মাত্রে ১৫৬ রানের পার্টনারশিপ করেন অংকৃষ রঘুবংশীর সঙ্গে, অংকৃষ করেন ৫৬ রান। সিদ্ধেশ ল্যাডের সঙ্গেও ৫০ রানের জুটি করেন মাত্রে, এরপর তিনি ১১৭ বলে ১৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন। আয়ুষের এই ইনিংসে সাজানো ছিল ১৫টি চার এবং ১১টি ছয়। পরে শার্দুল ঠাকুর নেমে ২৮ বলে ৭৩ রান করেন।
সিএসকেতে ট্রায়ালে যান আয়ুষ, নজর কাড়েন ধোনির-
এক সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী চেন্নাই সুপার কিংসের তরফে আইপিএলের নিলামের দু সপ্তাহ আগে ট্রায়ালে ডাকা হয়েছিল মুম্বইয়ের ব্যাটার আয়ুষ মাত্রেকে। তাঁর ব্যাটিং দেখে যথেষ্ট খুশি হয়েছিল সিএসকের তারকা মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর দলের স্কাউটরা। রঞ্জি ট্রফির সময় তাঁর খেলা দেখেই তাঁকে স্কাউটরা ডেকেছিলেন ট্রায়ালে।
আইপিএলে কেউ কেনেনি আয়ুষকে-
জানা গেছে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন নিজেই মুম্বই ক্রিকেট সংস্থার কাছে অনুরোধ জানিয়েছিলেন, যাতে তাঁরা আয়ুষ মাত্রেকে ট্রায়ালে যোগ দেওয়ার জন্য ছাড়েন। ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের ফাইনালে ওঠার পিছে অবদান ছিল মাত্রের। পাঁচ ইনিংসে ১৭৬ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিল ৪৪। যদিও তাঁকে আইপিএলে এরপর আর কোনও দলই নিতে চায়নি।