আইপিএল ২০২৪ শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় পাননি। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দল ছেড়ে জাতীয় দলের জার্সিতে একজোট হয়ে বিশ্বকাপ খেলতে আমেরিকায় পাড়ি দিয়েছেন রোহিত শর্মারা। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে সারা জুন মাস ধরে চলবে টি-২০ বিশ্বকাপ।
বিশ্বকাপ শেষ হলে ভারতীয় ক্রিকেটাররা দম ফেলার সময় পাবেন, এমনটা ভাবা চূড়ান্ত বোকামি হবে। কেননা ২০২৫ সালের পরবর্তী আইপিএলের আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। এই সময়ের মধ্যেই টি-২০ বিশ্বকাপ ছাড়া আরও একটি আইসিসি ইভেন্টে মাঠে নামবে ভারত। ২০২৫-এর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
আরও পড়ুন:- গত ৮টি T20 বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট জেতেন কারা?
এছাড়া আগামী জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে-বাইরে ৪টি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজের ১৬টি ম্যাচে মাঠে নামবে ভারত। মাঝের সময়ে রোহিতরা ঘরের মাঠে ৫টি এবং বিদেশে ৫টি টেস্ট ম্যাচ খেলবেন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২টি দ্বিপাক্ষিক সিরিজে ৬টি ওয়ান ডে খেলারও কথা টিম ইন্ডিয়ার। অর্থাৎ, পরবর্তী আইপিএলের আগে তিন ফর্ম্যাট মিলিয়ে শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সঙ্গে রয়েছে ২টি আইসিসি ইভেন্ট।
ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট খেলবে। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলবে ৫টি। বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে ৩টি ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ৫টি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। এছাড়া ব্রিটিশদের বিরুদ্ধে নিজেদের মাঠে ৩টি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ থেকে ফিরেই ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে রওনা দেবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। অবশ্য এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই।
আইপিএল ২০২৫-এর আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সূচি:-
জুন ২০২৪: টি-২০ বিশ্বকাপের ৫টি গ্রুপ ম্য়াচ এবং পরের রাউন্ডে উঠলে আরও কিছু টি-২০ ম্যাচ। (আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ)।
জুলাই ২০২৪: জিম্বাবোয়ে সফরে ৫ ম্যাচের টি-২০ সিরিজ।
জুলাই ২০২৪: শ্রীলঙ্কা সফরে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ।
সেপ্টেম্বর ২০২৪: ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ।
অক্টেবর ২০২৪- ঘরের মাঠে নিউডিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট।
নভেম্বর ২০২৪-জানুয়ারি ২০২৫: অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ।
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৫ ম্যাচের টি-২০ সিরিজ।
ফেব্রুয়ারি-মার্চ ২০২৫: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)।