বাংলা নিউজ > ক্রিকেট > 41 Runs In 1 Over: ১ ওভারে উঠল ৪১ রান, জিততে ১২ বলে দরকার ছিল ৬১, ছক্কার ঝড়ে ম্যাচ জিতল অস্ট্রিয়া- ভিডিয়ো

41 Runs In 1 Over: ১ ওভারে উঠল ৪১ রান, জিততে ১২ বলে দরকার ছিল ৬১, ছক্কার ঝড়ে ম্যাচ জিতল অস্ট্রিয়া- ভিডিয়ো

শেষ ২ ওভারে ছক্কার ঝড়ে ম্যাচ জিতল অস্ট্রিয়া। ছবি- ইউরোপীয়ান ক্রিকেট।

Austria vs Romania: মাত্র ১৫ বলে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন আকিব ইকবাল। দল ম্যাচ হারায় ব্যর্থ হয় আরিয়ান মহম্মদের ধংসাত্মক শতরান।

জয়ের জন্য শেষ ২ ওভারে দরকার ছিল ৬১ রান। স্লগ ওভারে ঝড় তুলে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় রান তাড়া করতে নামা দল। ইউরোপীয়ান ক্রিকেটে এমনই অসাধ্যসাধন করল অস্ট্রিয়া।

গত রবিবার ইসিআই টি-১০ রোমানিয়ার ৭ নম্বরে ম্যাচে সম্মুখসমরে নামে অস্ট্রিয়া ও রোমানিয়া। টস জিতে রোমানিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রিয়া। রোমানিয়া নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, ওভার প্রতি গড়ে ১৬.৭০ রান সংগ্রহ করে রোমানিয়া।

তিন নম্বরে ব্যাট করতে নেমে উইকেটকিপার আরিয়ান মহম্মদ ধংসাত্মক শতরান করেন। তিনি ৩৯ বলে ১০৪ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। মোট ১১টি চার ও ৮টি ছক্কা মারেন আরিয়ান। এছাড়া মহম্মদ মইজ করেন ১৪ বলে ৪২ রান। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি ইরফান হুসেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১০ রান করে নট-আউট থাকেন চামালকা ফার্নান্ডো।

অস্ট্রিয়ার হয়ে ২ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নেন করণবীর সিং। সাহেল জাদরান ২ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ২ ওভারে ৪২ রান খরচ করেন বিলাল জালমাই। কুমুদ ঝা ১ ওভারে ২৬ রান খরচ করেন।

আরও পড়ুন:- England Coach Southgate Resigns: সত্যি হল জল্পনা, ইউরোর ফাইনালে হেরে ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তফা সাউথগেটের

জয়ের জন্য অস্ট্রিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০ ওভারে ১৬৮ রানের। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রিয়া একসময় ৮ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে। সুতরাং, জিততে শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ৬১ রান, যা কার্যত অসম্ভবের সমান। এমন পরিস্থিতি থেকে শেষ ২ ওভারে ঝড় তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রিয়া।

এক ওভারে ওঠে ৪১ রান

নবম ওভারে বল করতে আসেন মনমীত কলি। তাঁর ওভারে মোট ৪১ রান ওঠে। প্রথম বলে ১ রান নেন ইমরান আসিফ। তার পরেই একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যাওয়ায় ৫ রান উপহার পায় অস্ট্রিয়া। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ৬, ৪ ও ৬ মারেন আকিব ইকবাল।

আরও পড়ুন:- যত বড়ই হনু হও, খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, দলীপ ট্রফির আগে ভারতীয় তারকাদের কড়কে দিল BCCI

মনমীত ওভারের পঞ্চম বল করতে এসে নো বল করে বসেন এবং সেই বলে ছক্কা হাঁকান আকিব। অর্থাৎ, আরও ৭ রান যোগ হয় অস্ট্রিয়ার খাতায়। বৈধ পঞ্চম ডেলিভারিতে কোনও রান ওঠেনি। তার পরে ফের একটি নো বলে ছক্কা মারেন আকিব। ষষ্ঠ বল করতে এসে পুনরায় একটি ওয়াইড বল করেন মনমীত। শেষ বলে চার মারেন আকিব। অর্থাৎ, ১০ বলের সেই ওভারের প্রতিটি বলে রান ওঠে যথাক্রমে ১, ৫ (ওয়াইড+৪), ৬, ৪, ৬, ৭ (নো+৬), ০, ৭ (নো+৬), ১ (ওয়াইড), ৪।

আরও পড়ুন:- এই সপ্তাহেই এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ, মোবাইলে তো বটেই, মাঠে গিয়েও ফ্রি-তে দেখা যাবে খেলা- কীভাবে?

জিততে শেষ ওভারে ২০ রান দরকার ছিল অস্ট্রিয়ার। চামালকা ফার্নান্ডোর প্রথম বলে ছক্কা মারেন ইমরান। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর ৩টি ছক্কা মেরে অস্ট্রিয়াকে ম্যাচ জেতান আকিব ইকবাল। অস্ট্রিয়া ৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা।

আকিব ১৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৯ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। মারেন ২টি চার ও ১০টি ছক্কা। ইমরান ১২ বলে ২২ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ম্যাচের সেরা হন আকিব।

ক্রিকেট খবর

Latest News

বিগ বস ১৮ ফাইনাল! ফের 'আন্দাজ আপনা আপনা'র সেই অমর-প্রেম হয়ে ধরা দিলেন আমির-সলমন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে এসে অনেক বেশি টাকার দাবি, পুরসভায় অভিযোগ দায়ের 'আমরা ক্ষতিপূরণ চাইনি', ১৭ লাখ টাকার কথা শুনে বললেন আরজি করে নির্যাতিতার বাবা-মা নদিয়ার স্বাস্থ্য কেন্দ্রে নিষিদ্ধ স্যালাইন, চিকিৎসককে দায়ী করলেন নার্স ৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব ৫ বছর ধরে তাঁর পরিবারের অংশ, পরিচারিকার কাজে কেঁদে ফেললেন রুক্মিণী ‘আমি এনগেজড…’, সোহেলের জন্মদিন পার্টিতে তিয়াসা! চর্চিত প্রেমিকের মায়ের সামনেই… CBI-এর 'দাবি' খারিজ বিচারকের, আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের, রাজ্যকে দিতে হবে ১৭ লাখ ‘বিরল থেকে বিরলতম অপরাধ নয়’ আরজি কর ধর্ষণ-খুন, ফাঁসি হল না সঞ্জয়ের, কী কী বলল? আমেরিকায় ভারতীয় ছাত্রকে গুলি করে খুন, অনেক আশা নিয়ে গিয়েছিলেন বিদেশে

IPL 2025 News in Bangla

LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.