Gujarat Giants Women vs Royal Challengers Bengaluru Women: মহিলাদের প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ২০২ রান তাড়া করে জয়ী হল স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন দল। মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL)-এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ী হওয়ার নতুন রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার বরোদার কোতাম্বি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসকে হারিয়ে এই কীর্তি গড়ে স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন দল।
দলের অধিনায়ক স্মৃতি মন্ধনা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং গুজরাট জায়ান্টস প্রথম ইনিংসে ২০১ রান তোলে। এরপর, আরসিবি ২০২ রান তাড়া করে জয় নিশ্চিত করে, যা WPL-এ প্রথমবারের মতো ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড।
এর আগে, সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড যৌথভাবে ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টসের। মুম্বই ইন্ডিয়ান্স ২০২৩ সালের ৯ মার্চ গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১৯১ রান তাড়া করে জিতেছিল, একইভাবে গুজরাট জায়ান্টসও ৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯১ রান তাড়া করে জিতেছিল।
রিচা ঘোষ ও এলিস পেরির দুর্দান্ত ব্যাটিং-
আরসিবির এই জয়ের নায়িকা ছিলেন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ও অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিস পেরি। রিচা ঘোষ মাত্র ২৭ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর এলিস পেরি করেন ৩৪ বলে ৫৭ রান। তাদের দুর্দান্ত পারফরম্যান্সেই গুজরাটের বিরুদ্ধে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু।
তবে, গুজরাট জায়ান্টসের অধিনায়ক অ্যাশলেই গার্ডনারও অসাধারণ পারফরম্যান্স দেখান। প্রথম ইনিংসে তিনি ৩৭ বলে ৭৯ রান করেন এবং এরপর বোলিংয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। কিন্তু তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
১৪ রানে ২ উইকেট হারানোর পর দুর্দান্ত কামব্যাক করে আরসিবি
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আরসিবি শুরুতেই বড় ধাক্কা খায়। ১৪ রানের মধ্যে দুই ওপেনার স্মৃতি মন্ধনা (৯) ও ড্যানি ওয়াট (৪) সাজঘরে ফেরেন। দুজনকেই ফিরিয়ে দেন গার্ডনার।
তবে এরপর এলিস পেরি ও রাঘবী বিস্ত দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তারা তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রান যোগ করেন। রাঘবী বিস্ত দিয়েন্দ্রা ডটিনের বলে আউট হওয়ার পর পেরি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। পেরি, যিনি সাম্প্রতিক উইমেনস অ্যাশেজে হিপ ইনজুরিতে পড়েছিলেন, ২৭ বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন। তবে এরপর তিনি সায়ালি সাতঘারের বলে আউট হন তিনি।
তবে, এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন রিচা ঘোষ ও কানিকা অহুজা। তারা ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন। রিচা ঘোষ, যিনি শূন্য রানে ক্যাচ দিয়ে বেঁচে যান, সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেন এবং মাত্র ২৩ বলে অর্ধশতক করেন। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৬৪ রান, যা সহজেই তুলে নেয় বেঙ্গালুরু।
গুজরাটের হয়ে গার্ডনার ও মুনির অর্ধশতক
এর আগে, গুজরাট জায়ান্টস ২০১/৫ রান সংগ্রহ করে। অধিনায়ক গার্ডনার ও অভিজ্ঞ বেথ মুনি হাফসেঞ্চুরি করেন। মুনি ছিলেন ধীরস্থির এবং ৪২ বলে ৫৬ রান করেন, অন্যদিকে গার্ডনার ছিলেন সম্পূর্ণ আক্রমণাত্মক মেজাজে। তিনি ৩৭ বলে ৭৯ রান করেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ৮টি ছক্কা। গুজরাট ৪১ রানে দুটি উইকেট হারানোর পর মুনি ও গার্ডনার ৪৪ রানের জুটি গড়েন। মুনি যখন লেগ-স্পিনার প্রেমা রাওয়াতের বলে স্মৃতি মন্ধানার হাতে ক্যাচ দিয়ে আউট হন, তখন গার্ডনার আরও বিধ্বংসী হয়ে ওঠেন। এরপর গার্ডনার ও দিয়েন্দ্রা ডটিন মাত্র পাঁচ ওভারে ৬৭ রান যোগ করেন।
গার্ডনার ছিলেন ভয়ংকর, বিশেষ করে প্রেমা রাওয়াত ও ভারতীয় অনূর্ধ্ব-১৯ পেসার ভি. জে. জোশিথার বিরুদ্ধে, যাদের এক ওভারে তিনি তিনটি ছক্কা হাঁকান। ডটিন পরে রেনুকা সিংয়ের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। তবে তাদের রানটা শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণিত হয়নি, কারণ বেঙ্গালুরুর ব্যাটাররা অবিশ্বাস্য রান তাড়া করে ইতিহাস গড়ে ফেলেন।