Vinod Kambli: বর্তমানে ভালো নেই ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। তাঁর স্বাস্থ্য আজকাল খুব খারাপ। কাম্বলির তো দু পা হাঁটতেও অসুবিধা হচ্ছে। কাউকে না ধরে দাঁড়াতেও পারছেন না! কাম্বলির একটি মর্মান্তিক ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কাম্বলিকে কয়েকজন ধরে নিয়ে আসছেন। আসলে হাঁটতে অসুবিধা হচ্ছে কাম্বলির। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল হচ্ছে। কাম্বলির এমন অবস্থা দেখে রীতিমতো অবাক ক্রিকেট ভক্তরা। কাম্বলি ছিলেন মহান ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই স্কুল ক্রিকেটে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন। কাম্বলি ও সচিন ভারতের হয়ে একসঙ্গে খেলেছেন। অনেকেই বলেছিলেন কাম্বলির প্রতিভা নাকি সচিনের থেকেও বেশি ছিল। কিন্তু বর্তমানে একি হল কাম্বলির?
ভিডিয়োতে দেখা যাচ্ছে বাইকের পাশে দাঁড়িয়ে আছেন বিনোদ কাম্বলি। সে হাঁটার চেষ্টা করছে কিন্তু পা ফেলতে পারছে না। ঠিক তখনই এক ব্যক্তি এসে কাম্বলির হাত ধরে তাঁকে নিয়ে আসার চেষ্টা করে। তবে তা সত্ত্বেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না বিনোদ কাম্বলি। তখন তাঁকে সাহায্য করতে আরেকজন আসেন। কাম্বলি তাঁর কাঁধে হাত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কাম্বলি তখনও ঠিকমতো নড়াচড়া করতে পারছিলেন না। তৃতীয় ব্যক্তির সমর্থন পেয়ে কিছুটা স্বস্তি পান কাম্বলি। কাম্বলিকে এভাবে লড়াই করতে দেখে অনেকেরই নানা প্রতিক্রিয়া হচ্ছে। ভিডিয়োটি দেখে অনেকেই মনে করেছেন কাম্বলি হয়তো এই সময়ে নেশা করেছিলেন। আসলে তাঁর জীবন নিয়ে অনেক বিতর্ক রয়েছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কাম্বলির এই অবস্থা দেখে সত্যিই হৃদয় বিদারক ছিল। এক সময় এমন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। আমি চাই সে তার সতীর্থ ক্রিকেটার সচিনের মতো সুশৃঙ্খল জীবনযাপন করুক। তিনি কতটা দুর্দান্ত খেলোয়াড় হতে পারতেন? এখন দেখুন তার অবস্থা কেমন হয়েছে? আমি তার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’ অন্যরা মন্তব্য করেছেন, ‘কাম্বলির ভিডিয়োটি একজন ভক্তের জন্য হৃদয়বিদারক। তার জীবন সবসময় তার প্রতিভা দ্বারা তার করা পছন্দ দ্বারা আরও বিচার করা হবে। এটি একটি গল্প যা ভিন্ন হতে পারে।’
আরও পড়ুন… ভিডিয়ো: বাইশ গজে ‘লেগ বিফোর ক্যাচ’! পাড়ার ক্রিকেটেও কি কখন এমন অসাধারণ ফিল্ডিং দেখেছেন
৫২ বছর বয়সি কাম্বলি অতীতেও স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর একজন পুলিশ অফিসার তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে প্রাণ বাঁচান। কাম্বলি তার কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে শিরোনাম করেছিলেন। তিনি প্রথম-শ্রেণির ক্রিকেটে ১২৯টি ম্যাচে ৫৯.৬৭ গড়ে ৯৯৬৫ রান করেছেন। ১৯৯১ সালে শারজাহতে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ভারতের হয়ে তার অভিষেক হয়। তিনি ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সুযোগ পান। কাম্বলি ১০৪টি ওডিআই ম্যাচে ২৪৭৭ রান করেছিলেন। তিনি ১৭ ম্যাচে ১০৮৪ রান করেছেন।