মহাকুম্ভে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি হাতে স্নান করতে দেখা গেল এক সমর্থককে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। নিজের প্রিয় দলের মঙ্গল কামনা করে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে ডুব ভক্তের। যদিও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। এখনও পর্যন্ত একবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। আইপিএলে একাধিক বার ফাইনালে পৌঁছেও অধরা থেকেছে ট্রফি। তাই এবছর যাতে নিজের প্রিয় দল কাপ ঘরে তুলতে পারে সেই লক্ষ্যেই এই কাণ্ড সমর্থকের। হিন্দু ধর্মে কুম্ভ মেলার মাহাত্ম্য আলাদাই। উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে এই মেলা। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পালিত হয় মহাকুম্ভ। মনে করা হয় যারা এই সঙ্গমের জলে স্নান করে তাদের পূণ্যপ্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায়। অনেকেই এই কুম্ভের স্নানকে শাহি স্নান বলে উল্লেখ করে থাকেন।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সঙ্গমস্থলে আরসিবির জার্সি হাতে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পাশে রয়েছেন এক সাধু। প্রথমে সেই সাধুর হাতে ঠেকিয়ে জার্সিটিকে জলে ডুবান ওই ব্যক্তি, মোট ৩ বার ডুবানো হয় জার্সিটি। তারপর সেটাকে নিজের বুকে লাগান এবং জল থেকে উঠে আসেন। ভিডিয়োর উপরে লেখা হয়েছে ‘মহাকুম্ভ মেলা- আরসিবি ফরএভার’। বিষয়টি দেখে বেশিরভাগ নেটিজেনই বিরক্তি প্রকাশ করেছে। কেউ বলছেন ‘বোকার মতো কাজ’ তো কেউ বলছেন ‘এরকম জিনিস করবেন না দয়া করে’। অনেকে বিষয়টি নিয়ে ব্যঙ্গও করেছে। একজন ব্যক্তি মজা করে লিখেছেন, ‘জার্সি নয়, দলের খেলোয়াড়দের ডোবাও’। একজন আবার বলেছেন, ‘এরপর কী তাহলে আইপিএল চ্যাম্পিয়ন হবে আরসিবি?’
৪৫ দিন ব্যাপী চলা এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি। এই মেলাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্যাসীরা সহ সাধারণ মানুষ সমবেত হয়ে থাকেন। গত কয়েক দিনে ৮.৭৯ কোটিরও বেশি তীর্থযাত্রী সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানের মাধ্যমে শুরু হলেও মানুষ ১১ জানুয়ারি থেকেই ভিড় জমাতে শুরু করেছিল। ADM (মেলা) বিবেক চতুর্বেদী বলেছেন, ‘বর্তমানে আমাদের মেলা এলাকায় ১০ লাখেরও বেশি কল্পবাসী ক্যাম্পিং করে রয়েছে। তারা প্রতিদিন ঘাটে স্নান করছে। এছাড়াও লাখ লাখ তীর্থযাত্রীও মেলা এলাকা পরিদর্শন করেছে এবং সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৩.৩৩ লাখ মানুষ সঙ্গমে ডুব দিয়েছে।’