Aakash Chopra on Commentator Salary: অবশ্যই, ক্রিকেট খেলার সময় মাঠে কমপক্ষে ১৩ জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। ১১ জন ফিল্ডিং দলের প্রতিনিধিত্ব করেন এবং মাঝখানে দুই জন ব্যাটার থাকেন। খেলাটি সর্বদা নিরীক্ষণ করার প্রয়োজন রয়েছে, সেই কারণে মাঠের আম্পায়ারদের পাশাপাশি তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার (অধিকাংশ উচ্চ-স্তরের ম্যাচে) রাখা হয়। এই ম্যাচের সঙ্গে যুক্ত থাকেন সম্প্রচার সংস্থার টিম সঙ্গে থাকেন একাধিক ধারাভাষ্যকার। এদের সকলকে নিয়ে তৈরি হয় একটি পারফেক্ট ম্যাচ।
যাইহোক, একটি লাইভ ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে দর্শকরা ভিড় করেন, যারা স্টেডিয়ামে আসতে পারেন না তাঁরা টেলিভিশনের পর্দা বা মোবাইলের পর্দায় মুখ দেন। সেখানেই তারা খেলাটিকে উপভোগ করেন। এই সময় খেলাটি সম্পর্কে বর্ণনা করে থাকেন প্রচুর বিশেষজ্ঞ। একটা সময়ে এই ধারাভাষ্যের তালিকায় খুব কম সংখ্যক বিশেষজ্ঞ ও প্রাক্তনীদের দেখা যেত। কিন্তু বর্তমানে এই সংখ্যাটা অনেক হয়েছে। এর কারণ কী? আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এর বেতন।
আরও পড়ুন… ভিডিয়ো: ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সুপারস্টার কে? অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা কার নাম বললেন?
ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া
একজন ধারাভাষ্যকার কত বেতন পান? একটি ম্যাচ লাউভ করে তিনি কত টাকা আয় করেন বা তাঁর বার্ষিক আয় কত? এই সব বিষয় থেকে এবার পর্দা তুললেন আকাশ চোপড়া। তিনি জানালেন একজন ধারাভাষ্যকার একটি ম্যাচে ধারাভাষ্য করে কত টাকা উপার্জন করেন। এছাড়াও একজন ধারাভাষ্যকারের বার্ষিক আয় নিয়েও তিনি মুখ খুললেন। আকাশ চোপড়া জানালেন একজন অভিজ্ঞ ধারাভাষ্যকার কত বেতন পান ও একজন নতুন ধারাভাষ্যকারকে কত টাকা দেওয়া হয়।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে সম্প্রতি রাজ শামানির ফিগারিং আউট পডকাস্টে আমন্ত্রণ জানানো হয়েছিল। চোপড়া ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি কথোপকথন করেছিলেন। প্রাথমিক কয়েকটি বিষয় ছিল যেগুলো হল আকাশ চোপড়া কীভাবে খেলাধুলায় এসেছেন? তার চোট যার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্রিকেটের ভবিষ্যৎ, এই মুহূর্তে তার প্রিয় উদীয়মান খেলোয়াড় কে? এই সব বিষয়ে সহজে উত্তর দিয়েছেন তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: ছক্কা মারতে গিয়ে ভেঙে দিলেন চিপকের দেওয়াল! IND vs BAN সিরিজের আগে অন্য মেজাজে বিরাট কোহলি
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে সেরা হিন্দি ধারাভাষ্যকারদের মধ্যে গণ্য করা হয়। আকাশ চোপড়ার ধারাভাষ্য ক্রিকেট ভক্তরা অনেক পছন্দ করেন। টিভিতে ধারাভাষ্য ছাড়াও, সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকেও প্রচুর আয় করেন আকাশ চোপড়া। আকাশ চোপড়া এই পডকাস্টে ধারাভাষ্যকারদের আয় সম্পর্কে একটি বড় তথ্য প্রকাশ করেছিলেন।
যখন আকাশ চোপড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন জুনিয়র ধারাভাষ্যকার ও একজন অভিজ্ঞ ধারাভাষ্যকার কত বেতন পান? তখন তিনি উত্তর দিয়েছিলেন, প্রতি ম্যাচে ধারাভাষ্যকারদের বেতন দেওয়া হয় বা আলাদা ভিত্তিতে। জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন ৩৫-৪০ হাজার টাকা আয় করে থাকেন, যেখানে অভিজ্ঞ ভাষ্যকাররা একদিনের ধারাভাষ্যের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন।
বছরে আয় ১০ কোটি টাকা
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া পডকাস্টে বলেছেন, ‘ভারতে ক্রিকেট ধারাভাষ্যকাররা প্রতিদিন ৬ থেকে ১০ লক্ষ টাকা আয় করেন।’ তিনি বলেন, ‘একজন ধারাভাষ্যকার যদি বছরে গড়ে ১০০ দিন ধারাভাষ্য করেন, তাহলে তাঁর বার্ষিক আয় ১০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।’ তিনি বলেন, এর পাশাপাশি ভাষ্যকাররাও ইভেন্ট এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে তাদের জীবিকা নির্বাহ করেন। চোপড়া বলেন, যদিও তিনি কখনও কোনও ধারাভাষ্যকারকে তার আয়ের বিষয়ে জিজ্ঞাসা করেননি।