কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপে একই দিনে জোড়া মহারণ। একদিকে ভারত-পাক ধুন্ধুমার লড়াই তো অন্যদিকে অ্যাশেজের আগুন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। শনিবার পাকিস্তানের কাছে ভারতীয় দল হার মানার আগে ইল্যান্ডকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়া।
শনিবার এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর সপ্তম ম্যাচে সম্মুখসমরে নামে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। এই ম্যাচেই কেভিন পিটারসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স দলকে দাপটের সঙ্গে পরাজিত করে ব্রেট লি-র অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স।
বার্মিংহ্যামে টস জিতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন ইয়ান বেল। ৩০ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ফিল মাস্টার্ড ২০, রবি বোপারা ২২, ওয়েশ শাহ ২৫ ও আলি ব্রাউন ২৬ রান করেন। ক্যাপ্টেন পিটারসেন ৫ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি ইংল্য়ান্ড চ্যাম্পিয়ন্সের হয়ে মাঠে নামা আইরিশ তারকা কেভিন ও'ব্রায়েন।
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ব্রেট লি। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নেন বেন লাফলিন। ৩ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন ড্যান ক্রিশ্চিয়ান। এছাড়া ১টি করে উইকেট নেন পিটার সিডল ও জেভিয়ার ডোহার্টি। উইকেট পাননি ন্যাথন কুল্টার-নাইল।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স মাত্র ১৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান তুলে ম্যাচ জিতে যায়। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ। তিনি ২৩ বলে ৫৬ রান করে আউট হন। মারেন ৩টি চার ও ৬টি ছক্কা। ২৬ বলে ৪২ রান করেন শন মার্শ। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন।
বেন ডাঙ্ক ১৯, কালাম ফার্গুসন ১১, বেন কাটিং ১০ ও ড্যান ক্রিশ্চিয়ান ১৮ রানের যোগদান রাখেন। ৩৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে লিগ টেবিলের দুই নম্বরে উঠে আসে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন ওয়েশ শাহ। ১টি করে উইকেট নেন উসমান আফজল ও ক্রিস স্কোফিল্ড। উইকেট পাননি ড্যারেন ম্যাডি ও রায়ান সাইডবটম।