২০২০ ও ২০২১ সালে পরপর দু'বার ফাইনালে উঠেও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ট্রফি হাতে তোলা হয়নি সেল্ট লুসিয়া কিংসের। অবশেষে তৃতীয় প্রচেষ্টায় শাপমুক্তি। গতবারের চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে এবার সিপিএল ২০২৪-এর খেতাব জিতল ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া। এই প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের খেতাব ঘরে তুলল তারা।
সোমবার গায়ানায় সিপিএল ২০২৪-এর ফাইনালে সম্মুসমরে নামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইমরান তাহিরের নেতৃত্বাধীন গায়ানা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে।
নয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ২৫ রান করেন ডোয়েন প্রিটোরিয়াস। ১২ বলের আগ্রাসী ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। প্রিটোরিয়াসের জন্যই লড়াই করার রসদ পায় গায়ানা। নাহলে তাদের আর কোনও ব্যাটারই তেমন এতটা দাপট দেখাতে পারেননি।
ওপেন করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ খাতা খুলতে পারেননি। অপর ওপেনার মইন আলি ২০ বলে ১৪ রান করেন। তিনি ১টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শাই হোপ ২৪ বলে ২২ রান করেন। তিনি ৪টি চার মারেন। শিমরন হেতমায়ের ১১, কিমো পল ১২, কেভিন সিনক্লেয়ার ১১, রেমন রেইফার ১৩ ও রোমারিও শেফার্ড অপরাজিত ১৯ রান করেন।
সেন্ট লুসিয়ার হয়ে নূর আহমেদ ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন খারি পিয়ের, ম্য়াথিউ ফোর্ড, আলজারি জোসেফ, রোস্টন চেস ও ডেভিড ওয়াইজ।
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া একসময় ৫১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ১৮.১ ওভারে ৪ উইকেটের বিনিময়েই ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে সিপিএল ২০২৪-এর খেতাব জেতে সেন্ট লুসিয়া কিংস।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে আমেরিকার অ্যারন জোনস অপরাজিত ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৩১ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ২২ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন রোস্টন চেস। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন ডু'প্লেসি ২১ বলে ২১ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
গায়ানার হয়ে ১টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, মইন আলি ও ডোয়েন প্রিটোরিয়াস।