২০২৫ আইপিএলের জন্য ২২ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুদিনের নিলামে দল ভালো গড়লেও এখনও তাঁদের অধিনায়ক নিয়ে জল্পনা থেকেই গেছে। দলে বিরাটের মতো তেমন কোনও বড় নাম না থাকায় তাঁর দিকেই পাল্লা ভারি বলে মনে করছে অনেকে। ২০২১ আইপিএলের পর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানো বিরাটের ওপরই আবার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।
আরও পড়ুন-তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার এবং দলের দীর্ঘদিনের সঙ্গী এবি ডিভিলিয়ার্স মনে করছেন বিরাট কোহলিই দলকে ২০২৫ আইপিএলে নেতৃত্ব দিতে চলেছেন। কোহলির অধিনায়কত্বেই ২০১৬ আইপিএল ফাইনালে পৌঁছেছিল আরসিবি। সেটাই শেষবার আইপিএলের ফাইনালে যায় বেঙ্গালুরু, এরপর আর ফাইনালের ভাগ্য খোলেনি তাঁদের।
এবি ডিভিলিয়ার্স বলেন, ‘স্কোয়াড দেখে আমার যা মনে হচ্ছে, এখনও বিরাটের নাম ঘোষণা করা না হলেও, ওকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে ’। এবারের স্কোয়াডে এমন দুই ক্রিকেটারকে আরসিবি নিয়েছে যাদের অতীতে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে, তবে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তাঁরা কেউই বিরাটের আশেপাশে আসেন না। ভুবনেশ্বর কুমার অন্তর্বর্তী অধিনায়ক ছিলেন সানরাইজার্সের, আর বরোদা দলের অধিনায়কত্ব করেন ক্রুণাল পাণ্ডিয়া।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
এবি ডিভিলিয়ার্স অত্যন্ত খুশি যে পেস অ্যাটাক এবারে আরসিবি তৈরি করতে পেরেছে তা নিয়ে। তাঁর কথায়, ‘ আমাদের ভুবনেশ্বর কুমার রয়েছে, জোশ হেজেলউডও এসেছে। আমরা রাবাদাকে নিতে পারিনি একটুর জন্য, তবে আমরা এগিডিকে পেয়েছি, ও খুব ভালো স্লো বল করে। আমরা রবিচন্দ্রন অশ্বিনকে পাইনি, সিএসকে পেয়েছে। তবে চেন্নাইতে হলুদ জার্সিতে ওকে দেখে ভালই লাগবে। তবে আরসিবি এবারে বেশ ব্যালেনসড সাইড। শুধুই একজন ম্যাচ উইনার স্পিনারের দরকার রয়েছে’।
চিন্নাস্বামীতে হোম ম্যাচগুলোয় স্পিনারের অভাব টের পাবে আরিসিবি, বলছেন এবি ডিভিলিয়ার্স। তাঁর মতে, অবিক্রিত ক্রিকেটারদের মধ্যে থেকে কাউকে বেছে নেওয়া উচিত। সেটা না হলে, বিসিসিআইয়ের উচিত ফুটবলের মতো মিড সিজন ট্রান্সফার উইন্ডো রাখা। একজন অতিরিক্ত স্পিনার রাখা দলে উচিত ছিল বলেই মত এবির, যে দুদিকেই বল ঘোরাতে পারে।