শুভব্রত মুখার্জি:- পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে ডামাডোলের পরিস্থিতি অব্যাহত।২০২৫ সালে তাদের দেশের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।তার আগে দলকে ঢেলে সাজিয়ে ভালো পারফরম্যান্স করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি। আর সেই লক্ষ্যেই তারা গত টি-২০ বিশ্বকাপে খারাপ ফলের দায় কার্যত চাপিয়ে দিয়ে নির্বাচক কমিটির দুই সদস্যকে ছাঁটাই করে ফেলেছেন। ঘটনাচক্রে এরা দুজনেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। ছাঁটাই হয়েছেন আব্দুল রজ্জাক এবং ওয়াহাব রিয়াজ। ছাঁটাই হয়ে একদিকে রিয়াজ যেমন পাকিস্তান দলে অন্তর্দ্বন্দ্বের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তেমনি রজ্জাক একহাত নিয়েছেন পিসিবিকে। তাঁর মতে তাঁরা ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে কোন পক্ষপাতিত্ব করেননি। তাঁর প্রশ্ন নির্বাচক কমিটিতে সাতজন রয়েছে।তাহলে কি করে একজনের ভোট বাকিদের ভোটকে পিছনে ফেলতে পারে!
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আব্দুল রজ্জাক। তিনি লিখেছেন 'সবাইকে যদি সমান ক্ষমতা দেওয়া হয়ে থাকে,তাহলে কি করে নির্বাচক কমিটিতে একজনের ভোট বাকি ছয়জনের ভোটকে ছাপিয়ে যেতে পারে??' পাকিস্তানের সিনিয়র দলের নির্বাচক কমিটিতে সাত সদস্য ছিলেন।যার অন্যতম ছিলেন রজ্জাক এবং রিয়াজ।দুইজনকেই এক বিবৃতি প্রকাশ করে পিসিবি সরিয়ে দিয়েছে। গত টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছেও হারতে হয় তাদের।যা নিয়ে ঘরে,বাইরে বেশ চাপে আছেন বাবর আজমরা। এমন আবহেই নির্বাচক কমিটির দুই সদস্যকে সরিয়ে পিসিবি কড়া পদক্ষেপের মধ্যে দিয়ে কি কোন কড়া বার্তা দিল? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই।
প্রসঙ্গত ওয়াহাব রিয়াজ পাকিস্তান দলের নির্বাচক থাকার পাশাপাশি দলের ম্যানেজার হিসেবে দলের সঙ্গে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে। ঘটনাচক্রে পিসিবি শেষ চার বছরে একাধিক ক্রিকেটারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করেছিল। যাদের মধ্যে রয়েছেন হারুন রশিদ,ওয়াহাব রিয়াজ,শাহিদ আফ্রিদি,ইনজামাম উল হক,মিসবাহ উল হক এবং মহম্মদ ওয়াসিম। ঘটনাচক্রে পাকিস্তানের সিনিয়র দলের খারাপ পারফরম্যান্সের পরে শেষ কয়েক বছরে পিসিবি প্রথমেই দলের নির্বাচকদের বরখাস্ত করেছে।পিসিবির তরফে এবার যে নির্বাচক কমিটি রয়েছে তাতে রাখা হয়েছে সেই ফর্ম্যাটের অধিনায়ক,গ্যারি কার্স্টেন,জেসন গিলেস্পি,আসাদ শফিক এবং মহম্মদ ইউসুফকে।