সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। এদিন তিনি বিরাট কোহলি এবং আবদুল্লা শফিকের পরিসংখ্যান তুলে ধরে আজব তুলনা টানেন। তিনি বলেন, ‘বিগত কিছু বছরগুলিতে আবদুল্লা শফিকের রেকর্ড বিরাট কোহলির রেকর্ডের থেকে ভালো’। সোমবার সাংবাদিকদের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ককে। সাংবাদিকদের তরফে তাঁর এবং দলের বাকি ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়। শান মাসুদকে পাকিস্তানের ক্রিকেট বোর্ড টেস্টের জন্য পুনরায় অধিনায়ক নির্বাচিত করেছেন। ৭ অক্টোবর থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
যদিও দল নির্বাচন নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরা সমালোচনার মুখে পড়েন। এমনকি ইস্তফা পর্যন্ত দেন নির্বাচক মহম্মদ ইউসুফ। একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আমরা কী এখনও দলে পছন্দ-অপছন্দ থেকে বেরিয়ে আসতে পারেনি? এখনও আমরা ব্যর্থ ক্রিকেটারদের বারবার সুযোগ দিয়ে যাচ্ছি। এখন কী কামরান ঘুলাম একটা সুযোগ পেতে পারেন না ? আবদুল্লা শফিক হোক কিংবা সাইম আয়ুব, একই ক্রিকেটার টি-২০ থেকে টেস্ট সব ফরম্যাটে খেলে যাচ্ছে’। উত্তরে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘আপনার প্রতি সম্মান জানিয়ে বলছি, আমার মনে হয় আপনার প্রশ্নটি ঠিক নয়। আমি স্বীকার করছি পাকিস্তান ২০২৪ সালে ভালো ক্রিকেট খেলেনি’। শান মাসুদ স্পষ্ট করেন টেস্টের সঙ্গে টি-২০ ক্রিকেটের তুলনা করলে চলবে না। তিনি বলেন, ‘আমায় যদি কোনও ভালো ক্রিকেটারে যে দেশের জন্য ভালো খেলেছেন তাঁর পাশে দাঁড়ানোর জন্য নিজের পদ খোয়াতে হয় তাতেও আমার কোনও আফসোস থাকবে না’।
সাংবাদিকদের ঝাঁজালো প্রশ্নের সামনে নিজের দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘আপনি পরিসংখ্যান নিয়ে কথা বলছেন, আমি একদিন আবদুল্লা শফিকের পরিসংখ্যান দেখছিলাম, যিনি মাত্র ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর পরিসংখ্যান বিরাট কোহলির থেকে ভালো’। অবশ্য ১৯টি টেস্ট ম্যাচ খেলা শফিকের রেকর্ড বিরাটের থেকে কিছুটা ভালো। তবে তিনি বিরাটের থেকে ৪টি বেশি ইনিংস খেলেছেন। বিরাট কোহলি প্রথম ১৯ টেস্টে ৩২ ইনিংসে ১১৭৮ রান করেছিলেন। গড় ৪০.৬২, ৪টি শতরান এবং ৬টি অর্ধশতরান ছিল। অন্যদিকে আবদুল্লা শফিক ১৯টি টেস্টে ৩৬ ইনিংস খেলে ১৩৭২ রান করেছেন। গড় ৪০.৩৫, ৪টি শতরান এবং ৫টি অর্ধশতরান রয়েছে।