বাংলা থেকে ভালো ক্রিকেটার উঠে আসেন। তাঁর প্রমাণ রয়েছে ভারতীয় ক্রিকেট দলে বহু। অতীতের পঙ্কজ রায় থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়। কিংবা সাম্প্রতিক অতীতের ঋদ্ধিমান সাহার। বাংলার ছেলেরা বারবার জাতীয় দলে দাপিয়ে বেরিয়েছেন। দেশ হোক বা বিদেশ, তাঁদের পারফরমেন্সই কথা বলেছে তাঁদের হয়ে। তবে আম্পায়ারের সংখ্যা সেই তুলনায় নেই বললেই চলে।
বাংলা থেকে আন্তর্জাতিক আম্পায়ারের নাম জিজ্ঞাসা করা হলে, অনেক ক্রিকেট অনুরাগিকে দেখা যাবে গুগল চেক করতে। আইপিএলেও এর আগে কখনও বাংলার কোনও আম্পায়ারকে দেখা যায়নি ম্যাচ পরিচালনা করতে। ১৭ বছর পেরিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটের এই মিলিয়ন ডলার ক্রিকেট লিগে এতদিন বাংলার আম্পায়াররা ছিল ব্রাত্য, কিংবা যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন।
আইপিএলে আসছে বাংলার রেফারি
অবশেষে আইপিএল পৌঁছেছে প্রাপ্তবয়স্ক হওয়ার দোরগোড়ায়। এবারই আইপিএলের ১৮তম সংস্করণ, আর সেই সঙ্গে সঙ্গেই এই ক্রিকেট লিগে প্রবেশ করতে চলেছে বাংলার আম্পায়ারররাও। এই প্রথম আইপিএলের কোনও ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিং করতে দেখা যাবে বাংলার থেকে উঠে আসা কোনও আম্পায়ারকে, তিনি অভিজিৎ ভট্টাচার্য।
ইডেনে পিঙ্ক বলের খেলা পরিচালনা করেছেন
বাংলার ছেলে অভিজিত এর আগে ইডেন গার্ডেন্স ঘরোয়া লিগের বহু ম্যাচে আম্পায়ারিং করেছেন, যার মধ্যে রয়েছে গোলাপি বলের দিন রাতের ম্যাচও। একাধিক বড় ইভেন্ট যেমন বিজয় মার্চান্ট ট্রফিসহ বোর্ডের অনেক খেলাতেই তাঁকে ম্যাচ পরিচালনা করতে দেখা গেছে অত্যন্ত সঠিক সিদ্ধান্তের সঙ্গে। অবশেষে সুফল পেলেন তিনি।
মুম্বই, চেন্নাই, আরসিবির ম্যাচের দায়িত্ব
আগামী আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। আর সেখানেই হাইভোল্টেজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচেই আম্পায়ারিং করতে দেখা যাবে অভিজিৎ ভট্টচার্যকে। এছাড়াও রয়েছে গুজরাট টাইটান্স বনাম বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচও। তিনি মোট ৬টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকছেন।
চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা
এর আগেও অবশ্য আইপিএলে তিনি আম্পায়ারিংয়ের লঘু দায়িত্ব সামলেছেন। মানে তিনি চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন বছর দুয়েক আগে। অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব এবারই প্রথম। চলতি মরশুমে রঞ্জি কোয়ার্টার ফাইনালের পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট, বিজয় হাজারে ট্রফিতেও নকআউটের ম্যাচ ভালোভাবে সামলেছেন তিনি, তারই পুরস্কার এবার পেতে চলেছেন অভিজিৎ।
মহিলা লিগেও আম্পায়ারিং
মহিলাদের টি২০ লিগ অর্থাৎ WPLর ম্যাচেও তাঁকে আম্পায়ারিং করতে দেখা গেছে। বিসিসিআই সূত্রে খবর, সেখানে তাঁর পারফরমেন্স দেখেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্যানেল। তাঁর আইপিএলের প্রবেশের সঙ্গে সঙ্গেই বাংলা ক্রিকেটেও লেখা হল এক নতুন অধ্যায়।