বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy: দলীপে রানের পাহাড়ে রুতুরাজরা, ঈশ্বরন-জগদীশানের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই

Duleep Trophy: দলীপে রানের পাহাড়ে রুতুরাজরা, ঈশ্বরন-জগদীশানের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই

ঈশ্বরনদের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই। ছবি- কেএসসিএ।

Duleep Trophy 2024: ইন্ডিয়া-সি দলের হয়ে ঝোড়ো শতরান করেন ইশান কিষান। হাফ-সেঞ্চুরি করেন রুতুরাজ গায়কোয়াড়, বাবা ইন্দ্রজিৎ ও মানব সুতার।

ইশান কিষানের সেঞ্চুরি এবং রুতুরাজ গায়কোয়াড়, বাবা ইন্দ্রজিৎ ও মানব সুতারের হাফ-সেঞ্চুরির সুবাদে ইন্ডিয়া-সি দল বড় রানের ইনিংস গড়ে। তবে পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-বি দলও যোগ্য জবাব দিচ্ছে। অন্তত বি-দলের দুই ওপেনার ইনিংসের শুরুটা করেছেন যে রকম দাপটের সঙ্গে, তাতে অভিমন্যু ঈশ্বরনরা শক্ত ভিত গড়েছেন বলা যায়।

অনন্তপুরে দলীপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-সি দলের বিরুদ্ধে টস জেতেন ইন্ডিয়া-বি দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন। তিনি টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠান ইন্ডিয়া-সি দলকে। প্রথম দিনের শেষে ইন্ডিয়া-সি দল তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান তোলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ইন্ডিয়া-সি দলের প্রথম ইনিংস শেষ হয় ৫২৫ রানে। তারা সাকুল্যে ১২৪.১ ওভার ব্যাট করে।

ইশান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মাত্র ১২০ বলে। সাহায্য নেন ১৪টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১২৬ বলে ১১১ রান করে আউট হন তিনি। মারেন ১৪টি চার ও ৩টি ছক্কা। বাবা ইন্দ্রজিৎ ব্যক্তিগত ৭৮ রানে সাজঘরে ফেরেন। ১৩৬ বলের ইনিংসে তিনি মোট ৯টি চার মারেন। ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড় ৭৪ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন। মারেন ৯টি চার ও ২টি ছক্কা। মানব সুতার ১৫৬ বলে ৮২ রান করেন। তিনি ১১টি চার ও ৩টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- IND vs PAK Live Streaming: হকির ময়দানে ভারত-পাকিস্তান লড়াই, কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ?

এছাড়া ৭৫ বলে ৪৩ রান করে আউট হন সাই সুদর্শন। তিনি ৮টি চার মারেন। ৬৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন রজত পতিদার। তিনিও ৮টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১২ রান করে আউট হন উইকেটকিপার অভিষেক পোড়েল। মায়াঙ্ক মার্কান্ডে ১৭, অংশুল কাম্বোজ ৩৮, বিজয়কুমার বৈশাক ১২ ও সন্দীপ ওয়ারিয়র ১১ রানের যোগদান রাখেন।

আরও পড়ুন:- WTC Scenarios: ঘরের মাঠে বাংলাদেশ ও কিউয়িদের হারালেই কেল্লা ফতে! রোহিতদের ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা?

ইন্ডিয়া-বি দলের হয়ে প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন মুকেশ কুমার ও রাহুল চাহার। ১টি করে উইকেট নেন নভদীপ সাইনি ও নীতীশ রেড্ডি। উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর ও সাই কিশোর।

পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-বি দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২৪ রান তুলেছে। তারা ব্যাট করেছে ৩৬ ওভার। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন ও নায়ারণ জগদীশান।

আরও পড়ুন:- Devdutt Padikkal Misses Hundred: শ্রেয়স-স্যামসন ডাহা ফেল, শতরান হাতছাড়া পাডিক্কালের, প্রথম ইনিংসে বড় লিড মায়াঙ্কদের

ক্যাপ্টেন ঈশ্বরন ৯১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। জগদীশান ১২৬ বলে ৬৭ রান করে নট-আউট থাকেন। তিনি ৮টি চার মেরেছেন। প্রথম ইনিংসের নিরিখে ইন্ডিয়া-সি দলের থেকে ইন্ডিয়া-বি দল পিছিয়ে রয়েছে ৪০১ রানে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.