আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন অভিষেক শর্মা। সানরাইজার্স দলের সাফল্যের অন্যতম কারণ ওপেনিংয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি ক্লিক করে যাওয়া। এবারের আইপিএলে বিধ্বংসী ফর্মে দেখা গেছে পঞ্জাব থেকে উঠে আসা এই ক্রিকেটারকে। এবারের আইপিএলে সমস্ত দেশি বিদেশি তারকাকে পিছনে ফেলে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়ে ফেলেছেন অভিষেক। চলতি আইপিএলের ১৩ ম্যাচে মেরেছেন ৪১টি ছয়, অর্থাৎ গড়ে প্রত্যেক ম্যাচে তিনটির বেশি ছয় মেরেছেন। গত ম্যাচে পঞ্জাবের বিপক্ষেই মেরেছিলেন ৬টি ওভারবাউন্ডারি। এবারের আইপিএলে স্ট্রাইক রেটও চোখে লাগার মতো ২০৯.৪২।
আরও পড়ুন-বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে প্রথম কোয়ালিফায়ারে, তাঁদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স দল। এই নাইট ওপেনাররা ছয় মারায় সিদ্ধহস্ত। সুনীল নারিন, ফিল সল্টরা বোলারদের বেজায় শাসন করেছেন এবারের আইপিএলে, ফলে কোয়ালিফায়ার ওয়ানে দুই শক্তিশালী ব্যাটিং লাইন আপ মুখোমুখি হচ্ছে একে অপরের। যদিও এই ম্যাচে গৌতম গম্ভীরের দল পাবে না, দলের অন্যতম ভরসা ফিল সল্টকে। নাহলে দুই ইনিংসেই ছয়, চারের বন্যা দেখার জন্যই অপেক্ষা করত ক্রিকেটপ্রেমীরা। সেই ম্যাচের আগেই নিজের অভিনব সেলিব্রেশনের কথা জানালেন অভিষেক শর্মা। বড় কোনও রেকর্ড করলে বা মাইলস্টোন গড়লেই ‘L’ স্টাইলে সেলিব্রেশন করেন অভিষেক, কিন্তু কেন? কেকেআর ম্যাচের আগেই রহস্য ফাঁস করলেন নিজেই।
আরও পড়ুন-জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর
অভিষেক জানাচ্ছেন, এই সেলিব্রেশন করতে তাঁর পার্টনার ট্রাভিস হেড বলেছেন। সানরাইজার্স হায়দরাবাদের এই ২৩ বছর বয়সী ক্রিকেটার বলছেন, ‘ এই সেলিব্রেশনের কারণটা আমাদের ব্যক্তিগত। এটার অর্থ হল ভালোবাসা, আমরা ভালোবাসা ছড়ানোর চেষ্টা করছি। এমন সুন্দর মূহূর্ত পরিবারের সঙ্গে উপভোগ করার একটা আলাদা আনন্দ আছে।’
আরও পড়ুন-রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!
এবারের আইপিএলে ৪১টি ছয় মেরে ইতিমধ্যেই রেকর্ডবুকে ঢুকে পড়েছেন অভিষেক। পঞ্জাবের বিপক্ষে ম্যাচে ছয়টি ওভারবাউন্ডারি মেরে এক আইপিএলে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছয় মারার নজির গড়েন এই ক্রিকেটার। আইপিএল শুরুর থেকেই গুরু যুবরাজ সিংয়ের কথা শোনা যেত বাঁহাতি এই ব্যাটারের গলায়। যেমন গুরু, তেমন শিষ্য। যুবির মতোই ছয় মারায় জুড়ি মেলা ভার। অবশ্য মঙ্গলবার আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই চাইবে, যাতে অভিষেকের ব্যাটকে চুপ করিয়ে রাখা যায়। কারণ হেডের সঙ্গে তাঁর জুটি যদি ক্লিক করে যায়, তাহলে আহমেদাবাদের স্টেডিয়ামে ২০০-র বেশি রান উঠতেও খুব সময় লাগবে না তাঁদের।