কোচের সঙ্গেই দন্দ্বযুদ্ধে নামলেন শুভমন গিল। যদিও হার-জিতের ফয়সলা হল না দ্বৈরথে। শেষমেশ গুরুর গুরু নিজে লড়াই নেমে দেখিয়ে দিলেন, সেরার সেরা কে!
শনিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল ভারতীয় দলের। তবে বৃষ্টির জন্য মানুকা ওভালে দু'দিনের ট্যুর ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়।
ভারতীয় ক্রিকেটাররা নিছক গল্পগুজব করে একটা দিন নষ্ট করার পক্ষপাতী ছিলেন না। ইন্ডোরের নেটে রীতিমতো কসরৎ করতে দেখা যায় ভারতীয় তারকাদের। তবে এরই মাঝে মজাদার এক প্রতিযোগিতায় নামেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ অভিষেক নায়ার ও তারকা ব্যাটার শুভমন দিল। আম্পায়ারের ভূমিকায় ছিলেন ফিল্ডিং কোচ টি দিলীপ।
নেটে নির্দিষ্ট একটা দূরত্ব থেকে বল ছুঁড়ে স্টাম্প ফেলে দেওয়ার চ্যালেঞ্জ দেওয়া হয় নায়ার ও গিলের সামনে। শুভমন গিল কয়েকবারের প্রচেষ্টায় স্টাম্পের গোড়ায় বল লাগিয়ে দেন। তবে নায়ারের দাবি ছিল, এতে বেল পড়বে না। কোচের কথা শুনে গিল অবিশ্বাসের ছলে মন্তব্য করেন, ‘এতেও বেল পড়বে না?’
পরে নায়ারও একবার স্টাম্পে বল লাগান, তবে সেক্ষেত্রেও স্টাম্প পড়েনি। দু'জনেই যখন বল ছুঁড়ে ছুঁড়ে হতাশ, তখন গিলই ফিল্ডিং কোচ টি দিলীপকে আমন্ত্রণ জানান লড়াইয়ে অংশ নেওয়ার। নায়ারকে বলতে শোনা যায় যে, ‘এবার তুমি করে দেখাও দেখি’।
ফিল্ডিং কোচ যখন বল ছুঁড়ছিলেন, গিলকে পিছন থেকে মন্তব্য করতে শোনা যায় যে, 'মাস্টার শেফ এবার রান্না করছেন।' চমকপ্রদ বিষয় হল, ফিল্ডিং কোচ টি দিলীপ একবার বল ছুঁড়েই স্টাম্প ফেলে দেন। বুঝিয়ে দেন, কেন তিনি টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ।
স্টাম্পে বল লাগানোর পরে ভারতের ফিল্ডিং কোচকে রীতিমতো সেলিব্রেট করতে দেখা যায়। তাঁকে জড়িয়ে ধরে কুর্নিশ জানান অভিষেক নায়াক। উপস্থিত বাকিরাও টি দিলীপের শ্রেষ্ঠত্ব মেনে নেন এক্ষেত্রে। গোটা ঘটনাটি ছিল অত্যন্ত মজাদার। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ভিডিয়ো।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ট্যুর ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে গেলেও রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ে। যদিও এক্ষেত্রে প্লেয়িং কন্ডিশন বদলানো হয়েছে একটু। উভয় দল ৫০ ওভার করে ব্যাট করবে রবিবার। অর্থাৎ, ম্যাচটি গোলাপি বলের ওয়ান ডে ক্রিকেটে পরিণত হয় কার্যত।