বাংলা নিউজ > ক্রিকেট > Abhishek Creates History: ছক্কার হ্যাটট্রিকে শতরান অভিষেক শর্মার, ব্র্যাডম্যান থেকে বিরাট, বিশ্বের আর কারও নেই এই রেকর্ড

Abhishek Creates History: ছক্কার হ্যাটট্রিকে শতরান অভিষেক শর্মার, ব্র্যাডম্যান থেকে বিরাট, বিশ্বের আর কারও নেই এই রেকর্ড

ছক্কার হ্যাটট্রিকে শতরান অভিষেক শর্মার। ছবি- এএফপি।

India vs Zimbabwe 2nd T20I: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ছক্কা মেরে খাতা খোলেন অভিষেক শর্মা, হাফ-সেঞ্চুরি করেন ছক্কা হাঁকিয়ে এবং সেঞ্চুরিতে পৌঁছন পরপর তিন ছক্কায়।

একটা সময় আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ক্রিকেট, হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকলে সতর্ক হয়ে ব্যাট করতে দেখা যেত সব ক্রিকেটারকেই। সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলেছে। বীরেন্দ্র সেহওয়াগের মতো ধ্বংসাত্মক মেজাজের ব্যাটারকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি করতেও দেখা গিয়েছে।

আধুনিক টি-২০ ক্রিকেটের জমানায় চার-ছক্কা হাঁকিয়ে মাইলস্টোনে পৌঁছনোর ঘটনা দেখা যায় বিস্তর। আইপিএলের যুগে ডাকাবুকো ব্যাটিং বেশ কিছু ক্রিকেটারের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। তাই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করা এমন কিছু বড় ঘটনা নয় এখন।

তবে রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অভিষেক শর্মা যে কাণ্ড ঘটালেন, তেমনটা ক্রিকেটের ইতিহাসে আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ। যতদিনের রেকর্ড নথিবদ্ধ রয়েছে, তাতে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। অর্থাৎ, বিরল এক নজির গড়ে ফেলেন অভিষেক।

আরও পড়ুন:- IND vs ZIM 2nd T20I: ইঁটের জবাব পাথর ছুঁড়ে দিল ভারত, ১০০ রানের বিরাট জয় গিলদের

বিরল রেকর্ড অভিষেক শর্মার

রবিবার ভারত-জিম্বাবোয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অভিষেক শর্মা একসময় ৪৩ বলে ৮২ রানে দাঁড়িয়েছিলেন। তিনি ইনিংসের ১৩.৩, ১৩.৪ ও ১৩.৫ ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে পরপর ৩টি ছক্কা হাঁকান এবং ৪৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। অর্থাৎ, ৮২ থেকে ১০০-য় পৌঁছতে মোটে ৩টি বল খরচ করেন অভিষেক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন অনেকে। তবে পরপর ৩টি ছক্কা মেরে শতরান পূর্ণ করা প্রথম ব্যাটারে পরিণত হন অভিষেক।

আরও পড়ুন:- Australia Beat England In WCL: ব্রেট লি-র আগুনে ঝলসে গেল ইংল্যান্ড, কিংবদন্তিদের T20 লিগে চুরমার পিটারসেনদের গরিমা

ছক্কায় শুরু, ছক্কায় হাফ-সেঞ্চুরি এবং ছক্কায় শতরান

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন অভিষেক শর্মা। তিনি কেরিয়ারের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে শূন্য রানে আউট হন। রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নেমেই শতরান করেন অভিষেক।

আরও পড়ুন:- Gavaskar Urges Bharat Ratna For Dravid: ভারতরত্ন রাহুল দ্রাবিড়! 'চলো সবাই মিলে দাবি তুলি', ডাক দিলেন কিংবদন্তি গাভাসকর

উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার ম্যাচের প্রথম ওভারে ব্রায়ান বেনেটের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন অভিষেক শর্মা। ১০.৩ ওভারে ডিয়ন মায়ের্সকে ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষে ১৪তম ওভারে মাসাকাদজার বলে পরপর ৩টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন অভিষেক। তিনি ৭টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১০০ রান করে আউট হন।

দাপুটে জয় ভারতের

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ১০০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। শুরুতে ব্যাট করে টিম ইন্ডিয়া ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৮.৪ ওভারে ১৩৪ রান তুলে অল-আউট হয়ে যায়।

ক্রিকেট খবর

Latest News

১০ ম্যাচে ৮৮ রান! আজমের মধ্যে প্রতিভা দেখছেন বাবা মইন! একহাত নিলেন রামিজ রাজাকে… হকির ময়দানে ভারত-পাক লড়াই,কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা? 'জুনিয়র ডাক্তারদের জন্য ২৯ মূল্যবান জীবন হারালাম', ২ লাখ টাকা করে দেবেন মমতারা আমি সচিনের সঙ্গেও খেলেছি, তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর মা হওয়ার গুঞ্জনের মাঝেই একসঙ্গে লাঞ্চ ডেটে রাজকুমার রাও ও পত্রলেখা... ‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.