ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন অভিষেক শর্মা। অন্যদিকে বল হাতে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। এই দুই ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্সের উপর ভর করে ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে এদিনের জয়ের পেছনে তাঁর থেকে বরুণের অবদান বেশি বলে মনে করছেন অভিষেক। শুধু তাই নয়, তিনি দাবি করেন ম্যাচের রং বদলে দিয়েছিল বরুণই। অবশ্য অভিষেকের এই দাবি মোটেও ভুল কিছু নয়। ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেছিল ইংল্যান্ড। পাওয়ার প্লে চলাকালীন গড়ে ৯ করে রান তুলছিল ইংরেজ ব্যাটাররা। এরকম সময় মনে হচ্ছিল ১৭০-১৮০ রান অনায়াসে করে দেবে বাটলাররা। তবে এরপরেই খেলার মোড় ঘুরিয়ে দেয় নাইট রাইডার্স তারকা। ৩ বলের মধ্যে লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুককে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরকে ধাক্কা দেন বরুণ।
সেই সুযোগকে কাজে লাগায় বাকি বোলাররা। মাত্র ১৩২ রানে ইংল্যান্ডকে অলআউট করে দেয় ভারত। ম্যাচ শেষে প্রতিক্রিয়া দেওয়ার সময় বরুণের প্রশংসা করেন অভিষেক। তিনি বলেন, ‘আপনি যদি শেষ কিছু ম্যাচ দেখেন তাহলেই বুঝতে পারবেন বরুণ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেখানে টি-২০ ক্রিকেটে ব্যাটিং উইকেট থাকা স্বাভাবিক, সেখানে এরকম একজন নির্ভরযোগ্য বোলার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষরা ওর বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়ছিল। এছাড়াও আমাদের অপর দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই একই ভাবে কার্যকর ভূমিকা পালন করেছিল।’
ব্যাট হাতে ৩৪ বলে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিষেক শর্মা। নিজের খেলাটা খেলতে পারার জন্য কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অভিষেক বলেন, ‘যখন ৩-৪টে ইনিংসে লাগাতার রান পাচ্ছিলাম না তখন ব্যাটসম্যান হিসাবে চাপ লাগছিল। কিন্তু কোচ এবং অধিনায়ক দলকে ম্যানেজ করে আসে, তারা সবসময় আমার পাশে থেকেছে, যখন ভালো করছিলাম না তখন তারা বলে এসেছে- তুমি করতে পারবে, তোমার উপর আমাদের বিশ্বাস আছে। যখন কোচ-অধিনায়ক এরকম কিছু বলে তখন বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়। দল আমার ওপর আস্থা রেখেছিল। আশা করব এই ফর্ম সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।’ সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি জিতে বেশ আত্মবিশ্বাসী গোটা দল।