আইপিএল ২০২৪-এ যেখানে শেষ করেন, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের পরে স্থানীয় ক্লাব ক্রিকেটে ব্যাট করতে নেমে ঠিক তার পর থেকে শুরু করেন অভিষেক শর্মা। বরং বলা ভালো এবার মেজাজ আরও ধ্বংসাত্মক। গুরুগ্রামের একটি ফ্রেন্ডশিপ সিরিজের ম্যাচে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালান সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার, তাকে এককথায় নজিরবিহীন বলা যায়।
এবছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করেন অভিষেক শর্মা। সানরাইজার্সকে আইপিএল ফাইনালে তোলার পিছনে অভিষেকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ১৬ ম্যাচে ৩২.২৬ গড়ে ৪৮৪ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় অভিষেক থাকেন ১০ নম্বরে।
টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন অভিষেক শর্মা। তাঁর থেকে বেশি রান করেন কেবল ট্র্য়াভিস হেড (৫৬৭)। তবে অভিষেকের স্ট্রাইক-রেট ছিল অভাবনীয়। আইপিএল ২০২৪-এ সব থেকে বেশি রান করা প্রথম ২৮ জন ব্যাটারের তালিকায় সব থেকে বেশি স্ট্রাইক-রেট অভিষেকের। টুর্নামেন্টে ৩৫০-এর বেশি রান করেছেন, এমন ব্যাটারদের কারও স্ট্রাইক-রেট অভিষেকের সমান নয়।
অভিষেক শর্মা এবারের আইপিএলে ২০৪.২১ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। তিনি টুর্নামেন্টে সব থেকে বেশি ৪২টি ছক্কা হাঁকান। একটি আইপিএল মরশুমে আর কোনও ভারতীয় ক্রিকেটার কখনও এত ছক্কা মারতে পারেননি। স্বাভাবিকভাবেই এমন ধ্বংসাত্মক পারফর্ম্যান্সের পরে অভিষেককে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চেয়েছিলেন বিশেষজ্ঞদের অনেকেই। যদিও বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর।
এবার টি-২০ বিশ্বকাপের আবহে এমন এক মারকাটারি ইনিংস উপহার দেন অভিষেক শর্মা, যা নির্বাচকদের মনে বড়সড় প্রভাব ফেলবে নিশ্চিত। গুরুগ্রামের ফ্লেন্ডশিপ সিরিজে পান্টার্স ইলেভেনের হয়ে মাঠে নামেন অভিষেক। মারিও ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে তিনি মাত্র ২৫ বলে সেঞ্চুরি করেন।
টস জিতে পান্টার্স ইলেভেন শুরুতে ব্যাট করতে ডাকে মারিও ক্রিকেট ক্লাবকে। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেনার কুণাল সিং ২১ বলে ৬০ রান করেন। ৩২ বলে ৭৪ রান করেন নদীম খান। অভিষেক ১ ওভার বল করে ১৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
পালটা ব্যাট করতে নেমে পান্টার্স ইলেভেন ৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৬ রান তোলে। অভিষেক ব্যাট করতে নামার পরেই ঝড়ের গতিতে রান উঠতে থাকে। তিনি ২৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। শেষমেষ ১৪টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ২৬ বলে ১০৩ রান করে আউট হন অভিষেক শর্মা। পান্টার্স ইলেভেন ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে যায়।