একদিকে আইপিএলের ধ্বংসাত্মক ফর্ম জারি অভিষেক শর্মার। অন্যদিকে চলতি শের-ই-পঞ্জাব টি-২০ কাপে ব্যাট হাতে তাণ্ডবলীলা বজায় প্রভসিমরন সিংয়ের। দুইয়ে মিলে মঙ্গলবার ধুন্ধুমার ক্রিকেট দেখা যায় মোহালিতে।
টুর্নামেন্টের ১৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে ট্রাইডেন্ট স্ট্যালনস ও আগরি কিংস নাইটস। টস জিতে নাইটস শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অভিষেক শর্মা মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
অভিষেক শেষমেশ ৪৭ বলে ৮৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। ধুমধাড়াক্কা ইনিংসে অভিষেক ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মাধব পাঠানিয়া ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
শেহাজ ধাওয়ান ১৪, মনদীপ সিং ৭, আরিয়ান ভাটিয়া ৯, অভিষেক কুমার ১৫, সুমিত শর্মা ১৭, যুবি গোয়েল ২ ও আয়ুষ গোয়েল ৬ রানের যোগদান রাখেন। ট্রাইডেন্টের হয়ে ৩০ রানে ২টি উইকেট নেন রমনদীপ সিং। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন বলতেজ সিং, গুরনূর ব্রার, আর্যমান সিং, সাহিল শর্মা ও শুভম শর্মা।
পালটা ব্যাট করতে নেমে ট্রাইডেন্ট স্ট্যালনস একসময় ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ১৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১ ওভার বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে ট্রাইডেন্ট। সৌজন্যে প্রভসিমরন সিংয়ের বিধ্বংসী শতরান।
প্রভসিমরন ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫৪ বলে শতরানের গণ্ডি টপকান। শেষমেশ ৬২ বলে ১২২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন প্রভসিমরন। তিনি ৭টি চার ও ১১টি ছক্কা মারেন। রমনদীপ সিং করেন ২৩ বলে ২৯ রান। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া গুরনূর ব্রার ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১০ রান করেন।
অভিষেক শর্মা ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। আয়ুষ গোয়েল ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন। ট্রাইডেন্টের ২ জন ব্যাটার রান-আউট হয়ে মাঠ ছাড়েন। দল হারায় ব্যর্থ হয় অভিষেক শর্মার ব্যাটে-বলে দুরন্ত লড়াই।