অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকট দল। এবার তাদের সামনে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিল যুব টাইগাররা। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। দলের এই সাফল্যের পিছনে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এদিন তিনি অপরাজিত ৬১ রান করে দলকে জয়ের পথ দেখান।
পাকিস্তানের করা ১১৬ রান তাড়া করতে নেমে ১৬৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ফাইনালে বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিরুদ্ধে। কারণ অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। গত আসরের ফাইনালে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল।
আরও পড়ুন… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের
এই নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ের ফলে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে আসা পাকিস্তানের বিরুদ্ধে স্বল্প পুঁজিতেও বাংলাদেশকে সংগ্রাম করতে হবে বলে মনে করা হচ্ছিল। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝোড়ো ফিফটিতে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিয়োতে তামিম বলেন, ‘আমাদের আজকের জয়ে বোলাররা দারুণ পারফর্ম করেছেন। বিশেষ করে ইমন, মারুফ এবং ফাহাদ খুব ভালো বল করেছে। পরিকল্পনা অনুযায়ী খেলে আমরা সাফল্য পেয়েছি।’ তামিম আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ভুলগুলো শুধরে সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলা। আমি নিজের ইনিংসে খুশি, কারণ দলের জন্য জিততে পেরেছি।’
আরও পড়ুন… ভিডিয়ো: পয়সার জন্য বাবাকে কাঁদতে দেখেছি- জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনালেন নীতীশ রেড্ডি
এবারও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব, টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর বলেছিলেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি তাঁর কথা রাখার দিকেই এগোচ্ছেন। যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এবারের আসরেও ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী রবিবার, ৮ ডিসেম্বর দুবাইতে ফাইনাল ম্যাচ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন, ‘আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। প্রার্থণা করবেন যেন আমরা শিরোপা জিততে পারি।’
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের হয়ে আসল কাজটা করেছিলেন বোলাররা। পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দেওয়া গেছে। এর শুরুটা হয়েছিল বাঁহাতি পেসার মারুফ মৃধার হাত ধরে। তিনি পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও শাহজাইব খানকে ফিরিয়েছেন শূন্য রানে। শাহজাইব এবারের টুর্নামেন্টেই ভারতের বিরুদ্ধে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন। এরপর অধিনায়ক সাদ বেগ ও ৩ নম্বরে খেলা মহম্মদ রিয়াজউল্লাহকে আউট করেন পেসার ইকবাল হোসেন। ৭ ওভারে ২৪ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ৬ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন মারুফ।
আরও পড়ুন… FIFA Club World Cup Draw: সহজ গ্রুপে মেসির মায়ামি, নেইমার বনাম ভিনিসিয়াস! দেখুন কোন দল কোন গ্রুপে
এদিনের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল ৩৭ ওভারে ১১৬/১০ রানে গুটিয়ে যায়। রিয়াজউল্লাহ ২৮ রান, ফারহান ৩২ রান করেন এবং বাংলাদেশের হয়ে মারুফ ২/২৩, ইকবাল ৪/২৪ দারুণ বোলিং করেন। এর জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল মাত্র ২২.১ ওভারে ১২০/৩ রান তোলে। এই সময় আজিজুল অপরাজিত ৬১ রান, শিহাব ২৬ রান করেন। পাকিস্তানের হয়ে আলি রাজা ১/৪০, সুবহান ১/২৭ বোলিং করেন। বাংলাদেশ ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয়। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছন ইকবাল হোসেন।
অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল। যে লক্ষ্য ভারত যুব দল ছুঁয়েছে ২১.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে। ফাইনাল হবে দুবাইয়ে, ৮ ডিসেম্বর। পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়াসহ টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে একবার করে।