বাংলা নিউজ > ক্রিকেট > কোহলি 'ফ্যাব ফোরের' মধ্যে সবার নীচে, কেন বললেন অ্যালিসা হিলি

কোহলি 'ফ্যাব ফোরের' মধ্যে সবার নীচে, কেন বললেন অ্যালিসা হিলি

অ্যালিসা হিলির মতে 'ফ্যাব ফোরের' তালিকায় সবার নীচে থাকবেন বিরাট কোহলি (ছবি-PTI)

সম্প্রতি 'ফ্যাব ফোরের' তালিকা নিয়ে কথা বলতে গিয়েই বেশ চাঞ্চল্যকর দাবি করেছেন আটবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালিসা হিলি। তাঁর মতে তার ‘ফ্যাব ফোরের’ তালিকাতে সবার শেষেই থাকবেন বিরাট কোহলি। তাঁর সোজাসুজি বক্তব্য শতরান তো রোহিত, রাহুল, জাদেজাও করেন।

শুভব্রত মুখার্জি:- পুরুষদের ক্রিকেটে এই মুহূর্তে 'ফ্যাব ফোর' বলতে চারজন তারকা ব্যাটারকে বোঝায়। এই তালিকায় রয়েছেন ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই তালিকায় স্টিভ স্মিথ এবং জো রুট বাদ দিয়ে বাকি দুই ক্রিকেটার তিন ফর্ম্যাটের ক্রিকেটেই খেলেন। তবে মূলত টেস্ট ক্রিকেটের ব্যাটিং দক্ষতার উপর নির্ভর করেই এই ব্যাটাররা সমর্থকদের তৈরি এই 'ফ্যাব ফোরের' তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এই তালিকা নিয়ে কথা বলতে গিয়েই বেশ চাঞ্চল্যকর দাবি করেছেন আটবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালিসা হিলি। তাঁর মতে তার ‘ফ্যাব ফোরের’ তালিকাতে সবার শেষেই থাকবেন বিরাট কোহলি। তাঁর সোজাসুজি বক্তব্য শতরান তো রোহিত, রাহুল, জাদেজাও করেন।

আরও পড়ুন… জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়

২০১৪ সাল থেকে তাঁরা তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন। গোটা এক দশক ধরে ক্রিকেট বিশ্বকে তারা তাদের ব্যাটিং দিয়ে শাসন করছেন। প্রতি দশকেই যেমন তুলনা থাকে তেমন এই দশকেও রয়েছে। এই ফ্যাব ফোরের মধ্যে সেরা কোন ক্রিকেটার তা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি দেশের হয়ে আটবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। তাঁকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল এই ফ্যাব ফোরের মধ্যে তাঁর চোখে সেরা কে? সেখানেই তিনি বিরাট কোহলিকে সবার শেষে রেখেছেন! কেন এটা তিনি করেছেন সেটা তিনি তাঁর মত করে ব্যাখ্যাও দিয়েছেন।

আরও পড়ুন… RR-কে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই- রয়্যালস পরিবারে ফিরে কী বললেন রাহুল দ্রাবিড়?

‘লিস্টেনার স্পোর্টস’ নামক এক পডকাস্টে হিলিকে বলতে শোনা গিয়েছে, ‘এই ফ্যাব ফোরের তালিকাতে যারা রয়েছেন তারা সবাই গ্রেট। অসম্ভব ভালো ক্রিকেটার সকলে। তবে যদি আমি পরিসংখ্যান অর্থাৎ নম্বরের দিক থেকে বিচার করি তাহলে এই চারজনের মধ্যে আমি বিরাটকে সবার শেষে রাখব। অন্য সবদিক বিচার করলে বিরাট আমার বিচারে এক নম্বরে থাকবে। কিন্তু নম্বরের বিচারে ও আমার কাছে চারে থাকবে। প্রচুর ক্রিকেট খেলে বিরাট। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে ওঁর পরিসংখ্যানের দিকে নজর দিতেই হবে। তবে যে চাপের মধ্যে ও ক্রিকেটটা খেলে, পারফরম্যান্স করে তা এককথায় অনবদ্য।’

আরও পড়ুন… বাবর আজমকে সরিয়ে দিয়ে পাকিস্তান দলের নতুন অধিনায়ক হতে পারেন তাঁরই বন্ধু! PCB-র বড় সিদ্ধান্ত- রিপোর্ট 

এরপরে তিনি বলেন, ‘উইলিয়ামসনের ক্ষেত্রে ওঁকে গোটা দলের দায়িত্ব বহন করতে হয়। গোটা দলকে ও যেন একা নিজের কাঁধে টানে। বিরাটের সেই অসুবিধাটা নেই। ওঁকে সাহায্য করার মতন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। রোহিত শর্মা শতরান করতে পারে। কেএল‌ রাহুল শতরান করতে পারে। এমনকি (রবীন্দ্র) জাদেজাও পারে। তাই আমি মনে করি উইলিয়ামসন যদি ওই রানগুলো না করত তাহলে ওই ম্যাচগুলো নিউজিল্যান্ড জয়ের ধারে কাছেও যেতে পারত না। তাই আমার বিচারে ফ্যাব ফোরের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন।’

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.