শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ব্যাটিংয়ের 'ফ্যাব ফোর' বলা যায় নিঃসন্দেহে জো রুট,বিরাট কোহলি,কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথকে। এই 'ফ্যাব ফোরের' মধ্যে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জো রুট এবং বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সমানভাবে সফল বিরাট কোহলি। সাদা বলের ফর্ম্যাটে অর্থাৎ ওডিআই এবং টি-২০'তে নিঃসন্দেহে পরিসংখ্যানের বিচারে রুটের থেকে অনেকটাই এগিয়ে তিনি। আবার টেস্ট অর্থাৎ লাল বলের ক্রিকেটে পরিসংখ্যানের বিচারে আবার এগিয়ে রয়েছেন জো রুট।
এমন আবহে বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল।তার আগে ছি সফরে অজিভূমের ২২ গজে জো রুট না বিরাট কোহলি কোন ব্যাটারকে বেশি প্রয়োজন সেই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এবং অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী তারকা অ্যাডাম গিলক্রিস্ট।
আরও পড়ুন-CPL-এ হেতমায়ের-গুরবাজ তাণ্ডব! দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্কোর গায়ানার! উঠল ২৬৬/৭…
সম্প্রতি এই বিতর্ক বা তুলনা উস্কে দিয়েছেন স্বয়ং জো রুট। ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। সেই সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত ব্যাট করেছেন জো রুট। শ্রীলঙ্কার বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছেন তিনি। দুই ইনিংসেই শতরান করার নজির গড়েছেন। তাঁর ইনিংসে মূলত ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জিতেছে ইংল্যান্ড দল। এই দুই শতরান করার পরে জো রুটের টেস্টে শতরান সংখ্যা দাঁড়িয়েছে ৩৪।
অর্থাৎ টেস্টে এই মুহূর্তে ইংল্যান্ডের সর্বোচ্চ শতরানকারীর নাম জো রুট। তিনি পিছনে ফেলেছেন কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার কুককে।এই মুহূর্তে ফ্যাব ফোরের মধ্যে টেস্টে তাঁর শতরান সংখ্যা সবথেকে বেশি। এরপরেই রয়েছেন কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথ। দুজনেই ৩২ টি করে শতরান করেছেন।এরপর রয়েছেন বিরাট কোহলি। তিনি এখন পর্যন্ত ২৯ টি শতরান করেছেন টেস্টে। টেস্টে সর্বকালের সবথেকে বেশি শতরানকারীদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন জো রুট।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান,টি২০ বিশ্বকাপ জয়! যশস্বীর টার্গেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি…
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্লাব প্রেইরি ফায়ার নামক একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন ভন এবং অ্যাডাম গিলক্রিস্ট। তারা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বিরাট না রুট কাকে খেলাবেন সেই নিয়ে আলোচনা করছিলেন। যেখানে টি-২০'তে যে বিরাট কোহলিকেই খেলাবেন তাতে সম্মতি দেন দুই ক্রিকেটার। ওয়ানডে নিয়ে আলোচনা সময়ে ভন ,বিরাটকেই খেলাবেন বলে বেছে নেন। প্রত্যুত্তরে অ্যাডাম গিলক্রিস্ট জানিয়ে দেন তিনিও অবশ্যই বিরাটকে খেলাবেন। টেস্ট নিয়ে আলোচনার সময়ে ভন বলেন তিনি বাছবেন রুটকে। যার উত্তরে গিলক্রিস্ট বলেন শেষ কয়েকটি মাস খেলা দেখার পরে আমিও নিঃসন্দেহে জো রুট কেই বাছব।