চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঠিক রানের মধ্যে ফিরেছেন বিরাট কোহলি। দ্বিতীয় একদিনের ম্যচে চোট কাটিয়ে ফেরার পরে রান পাননি তিনি। এরপরই প্রশ্ন উঠেছিল, তাহলে কি বর্ডার গাভাসকর ট্রফির অফ ফর্মই তাঁকে তাঁড়া করে বেড়াবে ICC ইভেন্টে? যদিও বিরাট কিন্তু ফিরলেন স্বমহিমায়। অর্ধশতরান করলেন নিজের চেনা স্টাইলিশ শট খেলেই।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
ঠিক সময়ই ছন্দে ফিরলেন কোহলি
৫৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। সেখানে তিনি মারেন সাতটি চার এবং ১টি ছয়। অর্থাৎ স্ট্রাইক রেট ৯০র ওপরে। আর ৫২ রানের মধ্যে ৩৪ রানই এসেছে বাউন্ডারিতে, অর্থাৎ কোহলি যে ছন্দেই রয়েছেন সেটার পূর্বাভাস পাওয়া গেল এই ইনিংসের মধ্যে দিয়ে। তিনি অবশ্য আউট হলেন সেই আদিল রশিদের বলেই, যিনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটকে সব থেকে বেশিবার আউট করা বোলারদের তালিকায় ঢুকে পড়লেন।
সবথেকে বেশিবার বিরাটকে আউট করলেন রশিদ
সব ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলিকে আউট করার নিরিখে শীর্ষে এখন ইংল্যান্ডের আদিল রশিদই। তাঁর সঙ্গে রয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদি এবং অস্ট্রেলিয়ার জোশ হেজেলউডও। এরা তিন জনেই বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশিবার সাজঘরে ফিরিয়েছেন তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে। ওডিআইতে অবশ্য সব থেকে বেশিবার ৭বার বিরাটকে আউট করেছেন টিম সাউদি।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
১১বার বিরাটকে আউট করলেন রশিদ
১১তম বারের জন্য এদিন বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে আউট করলেন আদিল রশিদ। এর মধ্যে পাঁচবার ওডিআইতে আদিল রশিদের বলে আউট হয়েছেন কিং কোহলি। চারবার টেস্ট ফরম্যাটে তিনি আউট হয়েছেন এই স্পিনারের বিরুদ্ধে, আর দুবার তিনি রশিদের হাতে উইকেট তুলে দিয়েছেন টি২০ ফরম্যাচে। চতুর্থ ওডিআইতে ফিল সল্টে হাতে ক্যাচ দিয়ে রশিদের বলে আউট হন কোহলি।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্বস্তিতে-
ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য ব্যাটিংয়ের দিক থেকে কিছুটা নিশ্চিন্ত হতে পারল। কারণ ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা গত ম্যাচে শতরান করেছেন। আরেক ওপেনার শুভমন গিল প্রথম দুই ম্যাচে অর্ধশতরানের পর তৃতীয় ম্যাচে শতরান করেছেন। তিন নম্বরে নামা বিরাট কোহলি এই ম্যাচে অর্ধশতরান করলেন। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলও ব্যাট হাতে ভালোই ছন্দে রয়েছে।