দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি দারুণ ভাবে শুরু করেছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমির শাহির শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের ১৮ বছর বয়সি স্পিনার আল্লাহ গজনফর এই ম্যাচে অসাধারণ বোলিং করেছলেন। খুব অল্প বয়সে এই বোলার এখন ব্যাটসম্যানদের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছেন।
আল্লাহ গজনফরের ম্যাজিক বোলিং
ডানহাতি অফ স্পিনার আল্লাহ গজনফর অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটে নিজের ছাপ ছেড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দলের অন্যতম সফল বোলার ছিলেন আল্লাহ গজনফর। এদিনের আগে আফগানিস্তানের হয়ে আল্লাহ গজনফর দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তবে সেই ম্যাচে উইকেটের খাতা খুলতে পারেননি তিনি। কিন্তু এই ম্যাচে আফ্রিকান ব্যাটসম্যানদের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন আল্লাহ গজনফর।
আরও পড়ুন… বিরাট কোহলি কে? ক্রিকেট কী? ভাইরাল ভিডিয়ো দেখে সকলেই অবাক! সামনে উঠে এল আসল সত্য
এই ম্যাচে আল্লাহ গজনফর ১০ ওভার বোলিং করেন এবং দেন মাত্র ২০ রান। এ সময় তিনি ২টি মেডেন ওভার নেন এবং ৩ জন ব্যাটসম্যানকে তার শিকারে পরিণত করেন। বিশেষ বিষয় ছিল তিনি নতুন বলে বল করতেন এবং পাওয়ারপ্লেতে এক প্রান্ত থেকে একটানা ওভার বল করতেন। পাওয়ারপ্লে চলাকালীন আল্লাহ গজনফর তিনটি শিকার করেন।
ফাস্ট বোলার থেকে হয়েছেন রহস্যময় স্পিনার-
আফগানিস্তানের পাকতিয়ার জুরমাত জেলার বাসিন্দা আল্লাহ গজনফর ৬ ফুট ২ ইঞ্চি লম্বা একজন বোলার। টেনিস বল দিয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করেন আল্লাহ গজনফর। কেরিয়ারের প্রথম দিকে তিনি একজন ফাস্ট বোলার ছিলেন। এরপর আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক দৌলত আহমেদজাইয়ের তত্ত্বাবধানে স্পিনার হিসেবে নিজেকে প্রস্তুত করেন তিনি। আল্লাহ গজনফর নতুন বলকে উভয় দিকে ঘুরিয়ে দিতে পারেন, যে কারণে ব্যাটসম্যানদের পক্ষে তাকে পড়া বেশ কঠিন হয়।
কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন আল্লাহ গজনফর
আল্লাহ গজনফর ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন, যেখানে তিনি আট উইকেট নিয়ে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। এছাড়াও, তিনি আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন। মুজিব উর রহমানের বদলি হিসেবে আল্লাহ গজনফরকে তাদের দলে নিয়েছিল কলকাতা। ২০ লক্ষ টাকার বেস প্রাইস দিয়ে কেকেআর তাকে সই করিয়েছিল। যদিও অভিষেকের সুযোগ পাননি আল্লাহ গজনফর।
আরও পড়ুন… ভিডিয়ো: তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে- মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া?
একসময় রশিদ খান ছিলেন আইপিএলের আঙিনায় আফগানিস্তানের একমাত্র প্রতিনিধি। তবে পরে সেই সংখ্যা ক্রমশ বেড়েছে। মুজিব উর রহমান, মহম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, নবীন উল হক, ফজলহক ফারুকি হয়ে নূর আহমেদ পর্যন্ত দীর্ঘ হয় তালিকা। সেই তালিকায় নবতম সংযোজন হয়েছেন আল্লাহ গজনফর।