বাংলা নিউজ > ক্রিকেট > ৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! অগত্যা পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল

৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! অগত্যা পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল

গ্যারি স্টেড এবং জোনাথন ট্রট। ছবি- এএফপি (AFP)

নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে বিতর্কের আবহেই নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের কোচ জানিয়ে দিলেন যখন ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাচ্ছে বুঝতে পেরেছিলেন, তখন দলের ক্রিকেটাররা সেই ম্যাচের কথা না ভেবে পরের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল।

আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচ কয়েকদিন আগেই ভেস্তে গেছে লখনউতে। পাঁচদিনের মধ্যে একদিনও বল গড়ায়নি টেস্ট ম্যাচে। ৯১ বছরের ইতিহাসে এই প্রথম ভারতের লখনউয়ের শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে টস পর্যন্ত করা যায় নি। বৃষ্টির কারণে প্রাথমিকভাবে খেলা বন্ধ হলেও পরবর্তীতে দেখা যায়, মাঠের পরিকাঠামো এতটাই খারাপ যে ম্যাচ কোনওভাবেই মাঠের মধ্যে থাকা জল শুকিয়ে ম্যাচ শুরু করা যাচ্ছে না।

আরও পড়ুন-জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালেন ক্লাবের সমর্থকরা…

কখনও মাঠের আউটফিল্ডে জমা দল শুকোনোর জন্য স্ট্যান্ড ফ্যান নিয়ে গেছেন মাঠকর্মিরা, কখনও তোয়ালো দিয়ে জল শুকোনোর চেষ্টা করেছেন মাঠ কর্মিরা। বোঝাই যাচ্ছিল, যে কোনওরকমভাবেই পরিকাঠামোগত দিক থেকে ভারতের অন্যান্য আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সঙ্গে পেরে উঠছিল না নয়ডার এই স্টেডিয়াম। এমন পরিকাঠামোর অভাব দেখে স্বভাবতই নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ক্রিকেটাররাও হতাশ ছিলেন মাঠে না নামতে পেরে। 

আরও পড়ুন-ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! সুইডেন ২, ভারত ০

নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে বিতর্কের আবহেই নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের কোচ জানিয়ে দিলেন যখন ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাচ্ছে বুঝতে পেরেছিলেন, তখন দলের ক্রিকেটাররা সেই ম্যাচের কথা না ভেবে পরের সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল।

 

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলছেন, ' আমরা চেষ্টা করেছিলাম ওই সময় কিছুটা জিম সেশন করে নেওয়ার, যাতে ক্রিকেটাররা স্বক্রিয় থাকে আর পরিশ্রমের মধ্যেই থাকে। এখনকার দিনে তো আর ক্রিকেটারদের নতুন করে উদ্বুদ্ধ করার কিছু নেই, তাই জিম আর অনুশীলনও করেছিল ওরা। আমাদার সামনে এখন দঃ আফ্রিকার সঙ্গে ওয়ান ডে সিরিজ রয়েছে। তাই কয়েকদিন পরের সিরিজে যাতে দল প্রস্তুত থাকে সেদিকেই আমরা নজর দিয়েছিলাম। কোচ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, দলকে সব সময় তৈরি রাখা ’।

আরও পড়ুন-আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত?

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডও আফগান কোচের সুরে সুর মিলিয়ে বলছেন, ‘বড় হলের ভিতর অনেকটা ক্রিকেট অনুশীন করেছে ছেলেরা। বিশেষ করে স্পিন অনুশীলন সেখানে করেছে দল। ট্রট যেমন বলল, আমাদের দলও অনেকটা জিম সেশন করেছে। এটা এশিয়ায় আমাদের ৬টা টেস্টের মধ্যে একটা ছিল, এখনও ভারতের সঙ্গে তিনটি আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টেস্ট রয়েছে। কিন্তু যেটা খারাপ হল, সেটা হচ্ছে আমরা ছন্দ হারালাম আগামী টেস্ট সিরিজের আগে ’।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও ধর্মার সব ছবির প্রি-রিলিজ স্ক্রিনিং বন্ধ করল করণ, জিগরা মুক্তির আগেই সিদ্ধান্ত LGBTQ+ প্রাইড প্যারেডস আর স্পনসর করবে না টয়োটা! কেন? জয়নগরকাণ্ডে কি সত্যি যৌন হেনস্থা হয়েছিল নাবালিকার? সামনে ময়নাতদন্তের রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.