যেদিন থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই রশিদ খান, রহমতউল্লাহ গুরবাজদের খেলায় আমুল পরিবর্তন চলে এসেছে। শুধু তাই নয়, জোনাথন ট্রটই দেখিয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট দলকে নতুন আশার আলো। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো তাঁরই আমলে। এরপরই সুফল হাতে নাতে পেলেন আফগান কোচ।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আরও এক বছরের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোচের পদে মেয়াদ বাড়াল ইংরেজদের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটকে। গত ২.৫ বছর ধরে তিনি দলের সঙ্গে জড়িত। অনেক ভালো মূহূর্ত তিনি উপহার দিয়েছেন দলকে। ভারতের এসে ওডিআই বিশ্বকাপে একের পর এক বড় দলকে হারিয়ে দিয়েছিলেন ট্রটের দল। আফগানিস্তান ক্রিকেটের এমন উন্নতি দেখেই তাঁকে দলের দায়িত্বে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল এসিবি।
গত দুবছরে ট্রটের সাফল্যের খতিয়ান বের করা হলে, তা অনেকটা বড়ই হবে। কারণ ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দল হারিয়েছিল ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের মতো দলকে। তাছাড়াও অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েথিল তাঁরা। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথবারের জন্য খেলার ছাড়পত্র পেয়েছে তাঁরা। ফলে সেখানেও ভালো ফল করতে ট্রটের ওপরই ভরসা রাখল ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
আইসিসি টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মতো এগিয়ে থাকা দলকেও হারিয়ে দিয়েছিল ট্রটের ছেলেরা। ইতিহাস গড়ে প্রথমবারের জন্য তাঁরা জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে। বিশ্ব ক্রিকেটে এমন পারফরমেন্স দেওয়া কোচকে তাই রেখে দেওয়া ছাড়া আর কোনও পথ ছিল না আফগান বোর্ডের।
আরও পড়ুন- অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দল জিম্বাবোয়ে সফরে রয়েছে টি২০, ওডিআই এবং দুটি টেস্ট সিরিজ খেলার জন্য। সেখানে শুধুই টি২০ সিরিজে ট্রটকে পাবে আফগানর, বাকি দুই সিরিজে ট্রট থাকবেন না ব্যক্তিগত কারণে। তখন হামিদ হাসান দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। আগামী দিনে ট্রটের হাত ধরে আফগানিস্তান ক্রিকেটের আরও উন্নতি হবে বলেই আশায় এসিবি।