আফগানিস্তানকে হারিয়ে দুরন্ত ছন্দেই সুপার এইট অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিংরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে শেষ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে সেখান থেকেই শুরু করেছেন। দল হিসেবে টিম ইন্ডিয়াও রয়েছে হট ফর্মে। বিরাট, রোহিত বা ঋষভ পন্ত, ব্যাট হাতে আফগানিস্তানের বিপক্ষে নজরকাড়া তেমন পারফরমেন্স করতে না পারলেও হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা সেই ঘাটতি মিটিয়ে দেন। শেষ দিকে নেমে অক্ষর প্যাটেলও ছোট ক্যামিও খেলে দেন। ফলে টিম গেমেই আফগানদের বিপক্ষে বাজিমাত করেছে মেন ইন ব্লুজরা। যদিও আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট হারের জন্য দায়ি করছেন ভারতীয় দলের একজন বোলারকেই। তাঁর বিরুদ্ধে ঠিক মতো খেলতে না পারাতেই সমস্যা হয়েছে, বলছেন ট্রট।
আরও পড়ুন-সমালোচনা করাকে অভ্যাসে পরিণত করেছেন হাফিজ, এবার দিলেন বিরাটের মন্তব্যের সাফাই
আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। বল হাতে দুর্ধর্ষ ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ। তুলে নেন ৩ উইকেট তাও মাত্র ৭ রানে। চার ওভার বল করেও এত কম রান দিয়ে ৩ উইকেট নেওয়ায় স্বাভাবিকভাবেই আফগান ক্রিকেটাররা চাপে পড়ে যান, এরই মধ্যে তাঁদের কোচও দাবি করলেন বুমরাহ-র পারফরমেন্সই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। অবশ্য রশিদ খান বাদে নিজের দলের বোলাররা যে ভালো বল করেননি, তাও স্বীকার করে নেন তিনি।
আরও পড়ুন-শরীর আকাশে ছুঁড়ে অবিশ্বাস্য ক্যাচ ল্যাবুশানের, না দেখলে বিশ্বাসই হবে না, ভিডিয়ো
আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলছেন, ‘অবশ্যই ভারতীয় দলের জন্য সব থেকে দক্ষ বোলার জসপ্রীত বুমরাহ। তাই তাঁর বিরুদ্ধে আরও ভালো খেলতে হত আমাদের। ওর বোলিং পরিসংখ্যানই বলে দিচ্ছে, আমাদের ব্যাটাররা ওর বিরুদ্ধে ভালো খেলতে পারেনি, আর যে কোনও দলের কাছে ও খুব বড় অস্ত্র। আমরা আগে কথা বলেছিলাম, বুমরাহ-র বল কিভাবে খেলব, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। কিছু ভুল শট সিলেকশনও দায়ি দলের হারের জন্য ’ ।
আরও পড়ুন-একই বলে দু'বার আউট,তবু সাজঘরে ফিরলেন না শান মাসুদ, ইংল্যান্ড T20তে অবাক কাণ্ড,ভিডিয়ো
বুমরাহ-র পাশাপাশি নিজের দলের অধিনায়ক রশিদ খানেরও প্রশংসা করেছেন তাঁদের দলের কোচ জোনাথন ট্রট। মাত্র ২৬ রান দিয়ে ভারতের বিপক্ষেও ৪ উইকেট তুলে নেন রশিদ খান, যার মধ্যে রয়েছে বিরাট কোহলি-শিবম দুবেদের উইকেটও। তবে রশিদকে দেখে বাকিরা উদ্বুদ্ধ হয়ে তেমন বোলিং করতে না পারায় হতাশ আফগান কোচ। রবিবার তাঁদের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য বোলিং পারফরমেন্সে যে উন্নতি করতে হবে, তা বোঝা গেল ট্রটের কথা থেকেই।