একটা সময় ভারতীয় ক্রিকেট দলের কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী থেকেছিলেন অজয় জাদেজা। নাম জড়িয়েছিল তাঁর ঘুষকাণ্ডে। ম্যাচ গড়াপেটা নিয়ে সেই সময় তোলপার হয়েছিল বিশ্বক্রিকেট। এরপর ছিল ভারতীয় ক্রিকেটের কঠিন পথ। অন্ধকার সরণী থেকেই টিম ইন্ডিয়াকে টেনে আলোয় এনেছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে দলকে তুলে বুঝিয়েছিলেন অন্ধকারের পর আলোই আসে। সেদিনের ভিলেন অজয় জাদেজা পরে ক্রিকেটে আর ফেরেননি সেভাবে। করেছিলেন একটা আধটা সিনেমা।
আরও পড়ুন-‘ওর দ্বারা সম্ভব নয়’! সচিনের রেকর্ড ভাঙা নিয়ে ‘বিরাট’ সংশয় প্রকাশ ব্র্যাড হগের…
তবে সম্প্রতি ফের নিজের দ্বিতীয় ইনিংসই শুরু করেছিলেন আফগানিস্তান ক্রিকেট দলের হাত ধরে। এক সময় যেই জাদেজার বিরুদ্ধে উঠেছিল ঘুষ নেওয়ার অভিযোগ, সেই তিনিই আফগান ক্রিকেটারদের মেন্টরের কাজ করেছিলেন বিনামূল্যে। গত ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের দুর্ধর্ষ পারফরমেন্সের নেপথ্য কারিগর অজয় জাদেজা কেঁদে ফেলেছিলেন রশিদ খানদের পারফরমেন্স দেখে, জানাচ্ছেন দলের বর্তমান অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি।
জাদেজা প্রসঙ্গ আফগান বোর্ডের সিইওর কথা…
আগেই আফগানিস্তান ক্রিকেট দলের সিইও নাসিব খান জানিয়েছিলেন, ‘আমরা ২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় অজয় জাদেজা আমাদের মেন্টর হয়েছিল। তখন আমরা ওনাকে আর্থিক প্রস্তাব দিয়েছিলাম সাধ্য মতো, কিন্তু নিতে রাজি হননি উনি। বলেছিল, তোমরা যদি ভালো খেলে জিততে পারো, সেটাই হবে আমার পারিশ্রমিকের অর্থ ’।
আরও পড়ুন-ব্যাটে রান নেই! হয়েছে খুনের মামলা! এবার শেয়ার মার্কেট কারসাজিতেও জরিমানা শাকিবকে…
অজয় জাদেজাকে নিয়ে কি বলছেন আফগান অধিনায়ক?
সম্প্রতি শুভঙ্কর মিশ্রার পডকাস্টে এসেছিলেন আফগান অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি। সেখানে এসেই তিনি অজয় জাদেজার অবদানের কথা উল্লেখ করছিলেন। আফগান ক্রিকেটে স্ট্র্যাটেজি ঠিক করে দেওয়া থেকে শুরু করে কীভাবে খেলোয়াড়দের দুর্বলতা ঢাকা যায়, সেই সব কাজই হাতে ধরে জাদেজা করেছিলেন, জানালেন শাহিদি। তাঁদের উত্থানের পিছনে ভারতীয় দলের তারকার অবদানের কথা উল্লেখ করে শাহিদি বলছেন, ‘অজয় জাদেজা একজন অত্যন্ত ইতিবাচক মানসিকতার মানুষ। আমি ওনার মতো এত পজিটিভ মানুষ জীবনে দেখিনি। আমাদের কঠিন সময় টানা মোটিভেট করে গেছে। বিশ্বকাপ শেষের পর দেখেছিলাম জাদেজাকে কাদতে, আমার কাছে এখনও ভিডিয়োটা আছে। আমি কখনও ভুলব না, ও আফগানিস্তানকে ভালোবাসে ’।
আরও পড়ুন-ভিডিয়ো- কানপুর যাওয়ার পথে অশ্বিনের লেগ পুলিং! জাদেজা-বুমরাহ বললেন ‘Thala for a reason’
২০২৩ ভারতের মাটিতে এসে একদিনের বিশ্বকাপে ভালো পারফরমেনস্ করেছিলেন রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজরা। ছোট দল হলেও তাঁরা হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড, পাকিস্তান, দঃ আফ্রিকার মতো দলকে। অজিদের বিরুদ্ধেও দেখিয়েছিল চমক। সেই যে শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আফগানিস্তানকে। কয়েক মাস আগে টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা থেকে শুরু করে কদিন আগে দঃ আফ্রিকাকেও একদিনের সিরিজে হারিয়ে দিয়েছে আফগানরা।