বাংলা নিউজ > ক্রিকেট > Afghanistan Records in T20 WC Semi: ৫৬! শুধু WC নয়, কোনও T20i টুর্নামেন্টের সেমিতে আফগানদের মতো এত কম রান করেনি কোনও দেশ

Afghanistan Records in T20 WC Semi: ৫৬! শুধু WC নয়, কোনও T20i টুর্নামেন্টের সেমিতে আফগানদের মতো এত কম রান করেনি কোনও দেশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে একের পর এক লজ্জার নজির আফগানদের (AP)

আজ আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন আজমাতুল্লা ওমারজাই - ১০। তিনি একমাত্র ব্যাটার যিনি কি না ডবল ফিগারে পৌঁছান। বাকি কোনও ব্যাটারই আর ডবল ফিগারেও পৌঁছতে পারেননি।

ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে লজ্জার নজির আফগানদের। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যান রশিদ খানরা। এর জেরে একাধিক লজ্জার নজির গড়েছে রশিদ খানের দল। রিপোর্ট অনুযায়ী, শুধু বিশ্বকাপের নকআউট পর্বই নয়, এই স্কোর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের যেকোনও টুর্নামেন্টের নকআউট পর্বের সর্বনিম্ন। এদিকে আফগানদের নিজেদের ইতিহাসেও এটাই সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে মীরপুরে বাংলাদশের বিরুদ্ধে ৭২ রানে অলআউট হয়েছিল আফগানরা। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ক্রিকেটেও এটা সর্বনিম্ন স্কোর। এদিকে কোনও টেস্ট খেলিয়ে দেশের দ্বারা টি২০ ক্রিকেট বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এই তালিকায় শীর্ষে আছে ইংল্যান্ড। ২০২১ সালে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল।

এদিকে আজ আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন আজমাতুল্লা ওমারজাই - ১০। তিনি একমাত্র ব্যাটার যিনি কি না ডবল ফিগারে পৌঁছান। বাকি কোনও ব্যাটারই আর ডবল ফিগারেও পৌঁছতে পারেননি। গুলবদিন নাইব ৯ রান করে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। আর করিম জন্নত এবং রশিদ খান ৮ রান করে করেছিলেন। এদিকে বল হাতে আজ ভেল্কি দেখান মার্কো জেনসেন এবং তবরিজ শমসি। দু'জনেই তিনটি করে উইকেট নেন। জেনসেন শুরুতে ৩ ওভার করে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। এবং ইনিংসের শেষ লগ্নে এসে মাত্র ১.৫ ওভার করে ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শমসি। এছাড়া রাবাদা ১৪ রান দিয়ে ২ উইকেট নেন এবং আনরিখ নর্কিয়া ৭ রান দিয়ে ২ উইকেট নেন।

ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাদা বলেন, 'এমনটা হবে, আমরা তা একেবারেই ভাবিনি। আমরা এখানে এসে নিজেদের সর্বোচ্চটা দিতে চেয়েছিলাম। আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলাম। আরসেটাই হয়েছে। বল এখানে অনেকটা করে সুইং-সিং করছিল। আমরা শুধু ঠিক জায়গায় বলটা করে গিয়েছিলাম। এর ফলেই আমরা লাভবান হয়েছি। রোজ যেমনটা খলি, তেমনটাই খেলার চেষ্টা করেছিলাম আমরা। কখনও কখনও এমনও হয় যে খুব ভালো বল করেও উইকেট পাওয়া যায় না। তবে আজকের যা হয়েছে তাতে আমরা বেশ খুশি। আমরা বিশ্বাস করি আমাদের এই দল বিশ্বকাপ জিততে পারে। আর সেটা বিশ্বাস না করলে মাঠে খেলতে নামবই বা কেন?'

ক্রিকেট খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমারজেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.