ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে লজ্জার নজির আফগানদের। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যান রশিদ খানরা। এর জেরে একাধিক লজ্জার নজির গড়েছে রশিদ খানের দল। রিপোর্ট অনুযায়ী, শুধু বিশ্বকাপের নকআউট পর্বই নয়, এই স্কোর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের যেকোনও টুর্নামেন্টের নকআউট পর্বের সর্বনিম্ন। এদিকে আফগানদের নিজেদের ইতিহাসেও এটাই সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৪ সালে মীরপুরে বাংলাদশের বিরুদ্ধে ৭২ রানে অলআউট হয়েছিল আফগানরা। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ক্রিকেটেও এটা সর্বনিম্ন স্কোর। এদিকে কোনও টেস্ট খেলিয়ে দেশের দ্বারা টি২০ ক্রিকেট বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এই তালিকায় শীর্ষে আছে ইংল্যান্ড। ২০২১ সালে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল।
এদিকে আজ আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন আজমাতুল্লা ওমারজাই - ১০। তিনি একমাত্র ব্যাটার যিনি কি না ডবল ফিগারে পৌঁছান। বাকি কোনও ব্যাটারই আর ডবল ফিগারেও পৌঁছতে পারেননি। গুলবদিন নাইব ৯ রান করে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। আর করিম জন্নত এবং রশিদ খান ৮ রান করে করেছিলেন। এদিকে বল হাতে আজ ভেল্কি দেখান মার্কো জেনসেন এবং তবরিজ শমসি। দু'জনেই তিনটি করে উইকেট নেন। জেনসেন শুরুতে ৩ ওভার করে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। এবং ইনিংসের শেষ লগ্নে এসে মাত্র ১.৫ ওভার করে ৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শমসি। এছাড়া রাবাদা ১৪ রান দিয়ে ২ উইকেট নেন এবং আনরিখ নর্কিয়া ৭ রান দিয়ে ২ উইকেট নেন।
ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাদা বলেন, 'এমনটা হবে, আমরা তা একেবারেই ভাবিনি। আমরা এখানে এসে নিজেদের সর্বোচ্চটা দিতে চেয়েছিলাম। আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলাম। আরসেটাই হয়েছে। বল এখানে অনেকটা করে সুইং-সিং করছিল। আমরা শুধু ঠিক জায়গায় বলটা করে গিয়েছিলাম। এর ফলেই আমরা লাভবান হয়েছি। রোজ যেমনটা খলি, তেমনটাই খেলার চেষ্টা করেছিলাম আমরা। কখনও কখনও এমনও হয় যে খুব ভালো বল করেও উইকেট পাওয়া যায় না। তবে আজকের যা হয়েছে তাতে আমরা বেশ খুশি। আমরা বিশ্বাস করি আমাদের এই দল বিশ্বকাপ জিততে পারে। আর সেটা বিশ্বাস না করলে মাঠে খেলতে নামবই বা কেন?'