ICC Champions Trophy-তে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যদিও ইংল্যান্ডকে হারিয়ে কিন্তু টগবগ করে ফুটছে আফগান ব্রিগেড। যেভাবে ইংরেজদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিয়েছে আফগানরা তাতে পরের ম্যাচে নামার আগে যে তারা অনেক বেশি আত্মবিশ্বাস কুড়িয়ে নিল সে কথা বলাই বাহুল্য ।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
শুরুতেই ৩ উইকেট হারায় আফগানরা
ইংল্যান্ডের বিরুদ্ধে জোফ্রা আর্চারের মাস্টার ক্লাস বোলিংয়ের সামনে একটা সময় ৩৭ রানের মধ্যে তিন উইকেট পড়ে গেছিল আফগানিস্তানের। কিন্তু সেখান থেকেই শুরু হয় রাজকীয় প্রত্যাবর্তন। ইব্রাহিম জাদরান ১৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। ম্যাচে আফগানিস্তানের জয়ের ভিত স্থাপনের কাজটা যদি করে থাকেন ইব্রাহিম, তাহলে আফগানিস্তানের দিকে ম্যাচের ভাগ্য নিয়ে আসেন অবশ্যই পেশার আজমাতউল্লাহ ওমারজাই। কেন তিনি আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সেটাই যেন ইংল্যান্ডের বিরুদ্ধে মোক্ষম সময় প্রমাণ করে দিলেন আফগান পেসার।
শাহিদির চোখে দেখা সেরা ODI ইনিংস
ম্যাচের শেষে আফগানিস্তানের অধিনায়ক শাহিদি বলছিলেন, 'দলগতভাবে আমরা খুবই খুশি। আজকের এই দুর্দান্ত জয়ের ফলে আমাদের দেশ অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপাতত পরের ম্যাচের দিকেই নজর রাখছি। আমরা ২০২৩ সালে প্রথমবার ইংল্যান্ডকে হারিয়েছিলাম। আসতে আসতে যে আমাদের খেলার উন্নতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আজকের ম্যাচটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল। যদিও আমরাই খেলা কন্ট্রোলে রেখেছিলাম, আর জিততে পেরে ভালোই লাগছে। ইব্রাহিম জাদরান খুবই প্রতিভাবান এক ক্রিকেটার। তাই শুরুতে যখন আমাদের তিন উইকেট পড়ে গেছিল আমরা অনেকটাই চাপে পড়ে গেছিলাম। আমার সঙ্গে ইব্রাহিমের পার্টনারশিপটা ওই টাইমে খুব দরকার ছিল। আমার চোখে দেখে এটা ওডিআই তে অন্যতম সেরা পারফরমেন্স আজ পর্যন্ত'।
ওমারজাইয়ের প্রশংসায় শাহিদি
এরপর ৫ উইকেট নেওয়া পেসার ওমারজাই-এর প্রশংসা করে শাহিদি আরো বলেন,' ওমারজাই আমাদের হয়ে খুবই গুরুত্বপূর্ণ বোলিং করেছে। আজমাতউল্লাহ ব্যাট হাতেও ভালো ইনিংস খেলেছেন। একটা ইতিবাচক মানসিকতা ছিল। আমাদের দলে অনেক প্রতিভাবান যুবকরা যেমন রয়েছে তেমনি অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে। প্রত্যেকেই তারা তাদের কাজ জানে, তাই নিজেরা নিজেদের দায়িত্ব পালন করছে। আশা করছি এই ম্যাচের জয়ের মোমেন্টাম আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কাজে লাগাতে পারবো। নতুন দিন হলেও এই ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। সেদিনের খেলার উপরে নির্ভর করবে সেমিফাইনালে কোন দল যাবে, তাই সেদিন যেটা আমাদের জন্য ভালো সেটাই আমরা করবো'।