অবসর ঘোষণা করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবি। তিনি তিনি নিজের মুখে না ঘোষণা করলেও, তাঁর ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা জানিয়ে দিলেন কবে ওডিআই ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন আফগানিস্তানের হয়ে খেলা এই তারকা ক্রিকেটার। দেশের জার্সিতে ১৬৫টা ম্যাচে খেলেছেন এই অলরাউন্ডার। ফলে আফগান ক্রিকেটের সঙ্গে নারীর যোগ রয়েছে মহম্মদ নবির, তা বলাই যায়।
কদিন আগেই শারজাহ স্টেডিয়ামের ৩০০তম ম্যাচ ছিল। সেখানে বাংলাদেশ দলকে গুঁড়িয়ে দেয় আফগানিস্তান। বিশাল ৯২ রানে ম্যাচ জিতেছিল তাঁরা। সেই ম্যাচেও এই বর্ষিয়ান ক্রিকেটার বড় রান করেছিলেন। শুধু তাই নয়, ম্যাচেরও সেরা নির্বাচিত হয়েছিলেন। ফলে বয়স বাড়লেও, তার খেলায় যে সেই ছাপ পড়েনি তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-‘যখন হওয়ার তখনই হবে, এখন বলা যাবে না’! টেস্ট খেলা নিয়ে মন্তব্য সূর্যর…
স্রেফ ওডিআই থেকেই আপাতত বিদায় নিতে চলেছেন আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার। জানা যাচ্ছে, আগামী বছরের ফেবরুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিনয়ন্স ট্রফিতেই শেষবারের জন্য আফগানিস্তানের জার্সি গায়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। তারপরই এই ফরম্যাটকে বিদায় জানাবেন নবি।
আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে তিনি এক বর্ণময় চরিত্র। কারণ যখন আফগানদের অধিকাংশ ক্রিকেটাররাই আইপিএলে সুযোগ পেতেন না, তখন নিয়ম করেই মুম্বই ইন্ডিয়ান্সসহ বিভিন্ন দলে আফগানিস্তানের নবি সুযোগ পেতেন। অর্থাৎ দেশের ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তিনি বারবার তুলে ধরেছেন। শুধু তাই নয়, খেলেছেও প্রায় ৫০টি দেশের বিরুদ্ধে ম্যাচ, যা নজিরবিহীন।
আরও পড়ুন-ক্রিকেট মাঠে অসভ্যতা! বরদাস্ত করল না উইন্ডিজ বোর্ড! নির্বাসিত আলজারি জোসেফ…
সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নসিব খান জানান, আগেই তাঁর কাছে মহম্মদ নবি জানিয়ে দিয়েছিলেন খুব বেশিদিন আর ওয়ান ডে ফরম্যাটে খেলতে চাননা তিনি। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এই ফরম্যাট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আফগানদের জার্সিতে ওডিআইতে ৩৫৪৯ রান করা এই ক্রিকেটার।
যদিও আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। অর্থাৎ পরের টি২০ বিশ্বকাপ পর্যন্ত যে তাঁর খেলার ইচ্ছে রয়েছে, তাও পরিষ্কার। তবে আফগান ক্রিকেটে এই মূহূর্তে এতই প্রতিভা উঠে আসছে, তাতে মহম্মদ নবির পক্ষেও দলে জায়গা পাওয়া বয়সকে টেক্কা দিয়ে, বেশ কঠিন কাজ হতে চলেছে বলেই মনে করছে ক্রিকেটমহল।
আরও পড়ুন-অবশেষে যুগের পতন! প্রায় ৫০ দেশের বিরুদ্ধে খেলা মহম্মদ নবির অবসর ঘোষণা! কবে শেষ ওডিআই?
প্রসঙ্গত আফগানিস্তান ক্রিকেট দল যখন প্রথমবার ওডিআই ম্যাচে খেলতে নেমেছিল, ২০০৯ সালে। সেই ম্যাচেও দলের প্রতিনিধিত্ব করেছিলেন এই তারকা অলরাউন্ডার। সামলেছেন দলের অধিনায়কের দায়িত্বও। পরবর্তীতে একাধিক বড় দলকে ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে হারিয়ে দিয়েছে মহম্মদ নবিদের আফগান দল।