২০২৩ ওডিআই বিশ্বকাপের অসমাপ্ত কাজটাই ২০২৪ টি২০ বিশ্বকাপে সেড়ে ফেলল আফগানিস্তান। অঘটন ঘটিয়ে ক্রিকেটবিশ্বকে রশিদ খানরা জানান দিয়ে দিলেন তাঁরা আর জায়ান্ট কিলার নয়, বরং হয়ে উঠছেন জায়ান্টই। এক রাশ লজ্জা দিলেন অজিদের। গোটা ২০ ওভার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে পারল না অস্ট্রেলিয়া। গতবছর ওডিআই বিশ্বকাপে জিততে বসা ম্যাচ হাতছাড়া হয়েছিল আফগানিস্তানের। ম্যাক্সওয়েলের পরপর ক্যাচ মিস করেছিলেন মুজিব উর রহমানরা, তাতেই বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু টি২০ বিশ্বকাপের সুপার ৮ স্টেজে এসে অস্ট্রেলিয়াকে হারিয়ে কার্যত তাঁদের খাদের ধারে পাঠিয়ে দিলেন গুলবদিন নইবরা। কয়েক মাস আগেই আফগানদের অবজ্ঞা করেছিলেন অজিরা, তারই মধুর প্রতিশোধ যেন নিলেন রশিদ খান, মহম্মদ নবিরা।
আরও পড়ুন-ভিডিয়ো-বল খুঁজতে খুঁজতে স্টেজের তলায় বিরাট কোহলি! ছোটবেলার স্মৃতি মনে করাল কোহলি
গতবছর ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ছিল আফগানিস্তান। শ্রীলঙ্কাসহ বড় দলকে টেক্কা দিলেও তখনও অনেকে ভেবেছিলেন আফগানরা হয়ত কপালের জোরে জিতেছেন। কিন্তু অস্ট্রেলিয়াকে অলআউট করে টি২০ বিশ্বকাপে তাঁরা প্রমাণ করে দিলেন কপাল নয়, আফগানিস্তান জিতেছে কোয়ালিটি দিয়েই। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন আফগান পেসার গুলবাদিন নায়েব। শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তানের দুই ওপেনার। ৬০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ, ৫১ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। এরপর প্যাট কামিন্সের হ্যাটট্রিকে খেলায় ফেরে অজিরা। ১৪৮ রানেই তাঁদের আটকে দেয় কামিন্স, জাম্পারা। কিন্তু ব্যাট করতে নেমে শেষরক্ষা হল না অস্ট্রেলিয়ার। ১২৭ রানে অলআউট হয়ে যায় ওডিআই বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন-বাংলাদেশ হারতেই মজাদার পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের! ‘বাঘবন্দী খেলায়’ জিত হার্দিকদের
প্রসঙ্গত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, দুই দলই আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়নি। সেই দুই দলকেই দুই বিশ্বকাপের আসরে হারিয়ে দিলেন রশিদ খান, মহম্মদ নবিরা। অসম্মানের জবাব, মাঠেই নিলেন আফগান ক্রিকেটাররা। স্কটল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে বলে জানিয়েছে অজিরা, কিন্তু আফগানিস্তানের সঙ্গে খেলতে রাজি ছিলেন না তাঁরা। এদিনের হারের পরে তাঁদের মনোভাব বদলায় কিনা সেটাই দেখা। গ্লেন ম্যাক্সওয়েল এই ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে জ্বলে উঠেছিলেন, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি তিনি। করেন ৫৯ রান। আফগান পেসার নবীন উল হক নেন তিন উইকেট।
আরও পড়ুন-এক ইনিংসে ১৩টি ছয়! বাংলাদেশকে কচুকাটা করে রেকর্ড গড়লেন হার্দিক, শিবম দুবেরা
পরিস্থিতিত যা তাতে অস্ট্রেলিয়াকে ভারতের বিপক্ষে ম্যাচে জিততেই হবে, নাহলে সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে যাবে তাঁদের। ভারতের কাছে সোমবার যদি কামিনস, স্টার্করা হেরে যান, তাহলে মঙ্গলবার বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের। আফগানরা বাংলাদেশকে হারিয়ে দিল তাঁরা সেমিতে চলে যাবে। বাংলাদেশও বড় ব্যবধানে আফগানদের হারালে তাঁদের সামনেও সুযোগ থাকবে। ফলে অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে ভারতের বিপক্ষে মাস্ট উই ম্যাচ জিততে। অবশ্য অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে জিতেও যায়, তাহলেও মঙ্গলবারের ম্যাচের গুরুত্ব বজায় থাকবে। কারণ বাংলাদেশকে আফগানিস্তান বড় ব্যবধানে হারালে তাঁদের সামনেও সুযোগ থাকবে নেট রান রেটের নিরিখে সেমিতে যাওয়ার, কারণ তখন তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াতে পারে ৪।