শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিশেষ করে সাদা বলের ফর্ম্যাটে যে দলটি সবথেকে বেশি উন্নতি করেছে তার নাম আফগানিস্তান। মাসখানেক আগে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে তারা নজির গড়েছিল। গত ওডিআই বিশ্বকাপে ও তাদের পারফরম্যান্স ছিল খুবই ভালো। এমন আবহে হঠাৎ করেই রশিদ খানের দেশের ক্রিকেটে এল খারাপ খবর। তাদের দেশের ক্রিকেটের আকাশ হঠাৎ করেই যেন দুর্নীতির কালো ছায়াতে ঢাকল। দুর্নীতির কারণে আফগানিস্তানের ব্যাটার ইহসানউল্লাহ জানাতকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হল এসিবি অর্থাৎ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। আজ অর্থাৎ বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন… PAK vs BAN Test Series: কাটা হল শাহিন আফ্রিদির ডানা! দল থাকলেও টেস্টের সহ-অধিনায়ক হলেন সউদ শাকিল
যেই দিন এই ঘোষণা করা হয়েছে সেই মুহূর্ত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে কাবুল প্রিমিয়র লিগের দ্বিতীয় মরশুমে ঘটেছে ঘটনাটি। এসিবি ও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গ করেছেন ২৬ বছর বয়সী ইহসানউল্লাহ।আর সেই কারণেই তাঁকে শাস্তির কোপে পড়তে হচ্ছে।এসিবির তরফে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে রশিদ খানের দেশের ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ইহসানউল্লাহ জানাত দুর্নীতিবিরোধী আইনের ২.১.১ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা রয়েছে। আর সেই কারণে ক্রিকেট–সংশ্লিষ্ট কাজে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁর বিপক্ষে ওঠা অভিযোগ এবং তাঁর দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত স্বয়ং।’ অর্থাৎ এই সময়ে ক্রিকেট তো খেলতেই পারবেন না পাশাপাশি ক্রিকেটের সঙ্গে কোনরকমভাবে তিনি যুক্ত থাকতে পারবেন না।
এসিবির তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে এসিবির দুর্নীতিবিরোধী যে ইউনিট রয়েছে তারা আরও তিন ক্রিকেটারের বিরুদ্ধে এক বিষয়ে তদন্ত করেছে। এখনও তাদের বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইহসানউল্লাহ কাবুল প্রিমিয়র লিগের শেষ মরশুমে ৪ ইনিংসে করেছেন ৭২ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫০। তাঁর দল এই মরশুমে ৬টি ম্যাচ খেলেছে। এই ছটি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র ১টিতে। ফলে স্বাভাবিক কারণেই পয়েন্ট তালিকার তলানিতে ছিল তাঁর দল। প্রসঙ্গত আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণে ২০টি ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ। ২০১৭ সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর। জাতীয় দলের হয়ে ওয়ানডে ফর্ম্যাটে খেলেছেন ১৬টি ম্যাচে। তিনি রান করেছেন ৩০৭। জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট খেলেছেন তিনি। পাশাপাশি ১টি টি-২০ ম্যাচেও খেলেছেন তিনি। ২০২২ সালের জুনের পর আফগানিস্তানের হয়ে আর খেলতে দেখা যায়নি তাঁকে।