বাংলা নিউজ > ক্রিকেট > শুরু হল আফগানিস্তানের টি-২০ লিগ, খেললেন তারকা ক্রিকেটাররা

শুরু হল আফগানিস্তানের টি-২০ লিগ, খেললেন তারকা ক্রিকেটাররা

শুরু হল আফগানিস্তানের টি-২০ লিগ (ছবি:এসিবি)

বর্তমান ক্রিকেট দুনিয়াতে ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে সবথেকে উন্নতি করেছে যে দেশটি তার নাম নিঃসন্দেহে আফগানিস্তান। এবার দেশের ক্রিকেটকে আরও আগে এগিয়ে নিয়ে আফগানিস্তানে শুরু হল ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০। এই লিগে খেলতে দেখা যাবে দেশ, বিদেশের তারকা ক্রিকেটারদের।

শুভব্রত মুখার্জি:- বর্তমান ক্রিকেট দুনিয়াতে ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে সবথেকে উন্নতি করেছে যে দেশটি তার নাম নিঃসন্দেহে আফগানিস্তান। শেষ দুটি আইসিসি বিশ্বকাপ তা প্রমাণ করে দিয়েছে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে খেলা হয়নি তাদের। ২০২৪ টি -২০ বিশ্বকাপে নজির গড়ে তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তাদেরকে বিদায় নিতে হয় শেষ পর্যন্ত। দেশের শাসনভার তালিবান সরকার নেওয়ার পরে যে টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থাতে দাঁড়িয়েও আফগানিস্তানের ক্রিকেট দলের এই পারফরম্যান্স অবিস্মরণীয়। এবার দেশের ক্রিকেটকে আরও আগে এগিয়ে নিয়ে আফগানিস্তানে শুরু হল ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০। এই লিগে খেলতে দেখা যাবে দেশ, বিদেশের তারকা ক্রিকেটারদের।

আরও পড়ুন… ভারতীয় দলের ফুটবলাররা আরও দ্রুত উন্নতি করতে পারত- দায়িত্ব নিয়েই স্টিমাচের সমালোচনায় মানোলো

সোমবারেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ এসিবির তরফে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। প্রিমিয়র টি২০ ঘরোয়া ক্রিকেট লিগে প্রথমবার দেশের মাটিতে খেলতে দেখা গেল দেশের তারকাদের। প্রথম ম্যাচটি খেলা হল কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পিনঘর টাইগার্স এবং ব্যান্ড-এ-আমির ড্রাগন্সের‌ মধ্যে। একাধিক দর্শকরা এদিন উপস্থিত হয়েছিলেন মাঠে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন তারা। প্রথম ম্যাচেই খেলার কথা ছিল দেশের সেরা তারকা রশিদ খানের। স্পিনঘর টাইগার্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রশিদ খানের। তবে তিনি ব্যক্তিগত কারণে খেলতে পারেননি এদিনের ম্যাচে। আশা করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাঁকে হয়তো পাওয়া যাবে।

আরও পড়ুন… ভারতের মাটিতে দু'সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ সিরিজে নামবে নেপাল

এসিবির তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, রশিদ খান সহ আফগানিস্তানের সিনিয়র দলের ক্রিকেটাররা যারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। যেমন ইংল্যান্ড এবং কানাডার মতন দেশে তারা খেলছেন। তারা আফগানিস্তানের এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেবেন। শাপাগিজা ক্রিকেট লিগ টুর্নামেন্টের নিরাপত্তা ও বাড়িয়ে দেওয়া হয়েছে আফগানিস্তান সরকারের তরফে। শেষবার ২০২২ সালে আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্টের। সেই সময়ে একটি ম্যাচে বোমা বিস্ফোরণ হয়েছিল। তারপরেই ব্যহত হয় টুর্নামেন্ট। দুজন দর্শক এতে মারা যান। চারজন গুরুতর আহত হন। এইবছর নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে এইরকম কোন ঘটনা না ঘটে।

ক্রিকেট খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.