Mohammad Amir retirement: পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মহম্মদ আমির আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। এই বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য মহম্মদ আমির নিজের অবসর ভেঙেছিলেন এবং পাকিস্তান দলে ফিরে এসেছিলেন। তবে সেই টুর্নামেন্টে পাকিস্তান ভালো পারফরমেন্স করতে পারেনি এবং লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। এরপর পাকিস্তানে দলে তাঁর ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেই কারণে তখন সমালোচনার মুখে পড়েছিলেন মহম্মদ আমির। তারপর থেকে আর পাকিস্তান দলে যোগ দেননি মহম্মদ আমির। এবং এখন তিনি দ্বিতীয়বার পাকিস্তান দল থেকে অবসরের ঘোষণা করলেন।
কী বার্তা দিলেন মহম্মদ আমির?
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবসরের ঘোষণা করেছিলেন মহম্মদ আমির। নিজের সোশ্যাল মিডিযাতে তিনি লিখেছেন, ‘সতর্ক বিবেচনার পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলি কখনই সহজ নয়, তবে এগুলি অনিবার্য। আমি মনে করি, পরবর্তী প্রজন্মের জন্য এটিই সঠিক সময়, লাগাম হাতে নেওয়ার এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার!’
পিসিবি-কে ধন্যবাদ জানালেন মহম্মদ আমির-
মহম্মদ আমির আরও লিখেছেন, ‘আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের ছিল এবং সেটা থাকবে। আমি আন্তরিকভাবে পিসিবি, আমার পরিবার এবং বন্ধুদের এবং সর্বোপরি আমাদের ভক্তদের তাদের অব্যাহত ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই।’
কী লিখলেন মহম্মদ আমির দেখুন সেই বার্তা-
আরও পড়ুন… শেষ পর্যন্ত পদত্যাগ করলেন জেসন গিলেসপি! দলের কোচিং দায়িত্বে প্রাক্তন পাক তারকা
ইমাদ ওয়াসিমও অবসরের ঘোষণা করেছেন-
মহম্মদ আমিরের আগে ইমাদ ওয়াসিম অবসরের ঘোষণা করে দিয়েছিলেন, তিনিও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের একজন অংশ ছিলেন। ৩২ বছর বয়সি মহম্মদ আমির ২০০৯ সালের জুনে তার আন্তর্জাতিক অভিষেক করার পর থেকে পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ম্যাচ ফিক্সিংয়ের কারণে একটা সময়ে নিষিদ্ধও হয়েছিলেন মহম্মদ আমির।
আরও পড়ুন… যার হাত ধরে বিশ্বকাপ জিতেছেন সচিন-কোহলি, এবার তাঁকে পাশে নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ
২০২১ সালেও অবসর নিয়েছিলেন মহম্মদ আমির-
মহম্মদ আমির তিনটি ফর্ম্যাট মিলিয়ে মোট ২৭১টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ১,১৭৯ রান করেছেন। এই বাঁ-হাতি ফাস্ট বোলার ভারতের বিরুদ্ধে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত। সেই ম্যাচে তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের উইকেট নিয়েছিলেন এবং সেই ম্যাচে পাকিস্তান দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মহম্মদ আমির এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। এবার তিন বছর পরে আবারও অবসর নিলেন মহম্মদ আমির।